পরবর্তী প্রজন্মের GT সিরিজের স্মার্ট ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে রিয়েল মি। গত ২৮ আগস্ট তারিখে Realme GT 5 এর ওপর পর্দা সরানো হবে বলে জানানো হয়েছিল। রিয়াল মি এক এক করে টিজারের মাধ্যমে এই মোবাইলটির বিভিন্ন ফিচার সম্পর্কে হাইলাইট করছে। সম্প্রতি এই মোবাইলের চার্জিং স্পিড এর তথ্যটি প্রকাশ করা হয়েছে।
Realme GT 5 এর চার্জিং স্পিড এর তথ্য এবার প্রকাশ্যে। এতে থাকছে ২৪০ ওয়াট আল্ট্রা ফাস্ট চার্জিং সাপোর্ট। ব্যবহারকারীদের প্রয়োজনে realme কোম্পানি এই মোবাইলটিকে এই পরিমাণ দ্রুত চার্জিং এর জন্য সক্ষম করেছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে দীর্ঘ ব্যাটারি লাইফের জন্য এখানে থাকছে SuperVOOC S চার্জিং প্রযুক্তি। এই প্রযুক্তি থাকার কারণে ব্যাটারির উপর খুব কম প্রভাব ফেলে খুব তাড়াতাড়ি ব্যাটারি চার্জ করতে সক্ষম হবে। ৩০ সেকেন্ড মোবাইল চার্জ দিয়ে সেই চার্জে আপনারা দু ঘন্টা পর্যন্ত ফোনে কথা বলতে পারবেন।
যাদের মোবাইল চার্জ দেওয়ার সময় এর অভাব, তাদের জন্য এই মোবাইলটি হতে পারে সব থেকে সেরা। মাত্র কয়েক মিনিটের মধ্যেই মোবাইলটি সম্পূর্ন চার্জ করে ফেলা সম্ভব।
সংস্থার তরফে এখনো পর্যন্ত মোবাইলটির ব্যাটারি সম্পর্কে কোন তথ্য প্রকাশ করা হয়নি। আগে বলা হয়েছিল 240 ওয়াট ফার্স্ট চার্জিং প্রযুক্তির মাধ্যমে মাত্র ৯ মিনিটেই সাড়ে চার হাজার মেগা এম্পিয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারিটি চার্জ করা সম্ভব হবে।
শোনা যাচ্ছে, Realme GT 5 এর একটিতে মিলবে ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং, ৪,৬০০ এমএএইচ ব্যাটারি এবং অন্যটিতে থাকবে ১৫০ ওয়াট চার্জিং এবং ৫,২০০ এমএএইচ ব্যাটারি। Snapdragon 8 Gen 2 চিপসেট এবং ২৪ জিবি রাম থাকবে এই মোবাইলে।
এখনো একটি বড় তথ্য প্রকাশ্যে আসেনি, তবে জানানো হয়েছে যে এই মোবাইলে থাকবে একটি মিরাকেল গ্লাস। তবে এই কাঁচের বিশেষত্ব কি হবে, আলাদা কোন ফিচার থাকবে সেই সম্পর্কে কিছুই জানানো হয়নি সংস্থার তরফে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সংস্থার তরফের সমস্ত বিষয়টি প্রকাশ্য আনা হবে।