আবার বাড়লো iPhone SE এর দাম!

বিশ্বের অন্যতম জনপ্রিয় মোবাইল নির্মাণকারী সংস্থা হলো অ্যাপেল (Apple)। এই সংস্থার আইফোন গুলি সারা সারা বিশ্বের মানুষের কাছে খুব প্রিয়। ভারতেও এই ফোনগুলি চাহিদা ভালো রকম রয়েছে। চলতি বছরেই মুক্তি পেয়েছিল আইফোন এসই (iPhone SE)। এই ফোন লঞ্চ হওয়ার পর একাধিক আইফোনের দাম ভারতের বাজারে (Indian Market) কমে গিয়েছে। তবে এবার শোনা যাচ্ছে, ২০২২ এ মুক্তি প্রাপ্ত এই ফোনের দাম আবার বেড়েছে। দাম কত বাড়লো? তা নিয়েই আজকের প্রতিবেদনে বিস্তারিত জানাবো। চলুন প্রতিবেদন থেকে খবরের বিস্তারিত তথ্য জেনে নিন।

অ্যাপেলের আইফোন ১৪ সিরিজের মডেল (iphone 14 Series) আইফোন এসই। যেটি চলতি বছরের ৮ই মার্চ ভারতীয় বাজারে লঞ্চ হয়েছিল। তারপর থেকে বেশ রমরমিয়ে ব্যাবসা করেছে ফোনটি। লঞ্চের সময় ফোনটির দাম (Price) ছিল ৪৩,৯০০ টাকা। তবে বর্তমানে মোবাইলটির দাম বেড়েছে (Price Hike)। এখন ফোনটি কিনতে চাইলে ৪৫০০০ এর বেশি খরচ করতে হবে। আইফোন এসই বিভিন্ন ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। সেই অনুযায়ী বাড়ানো হয়েছে দাম। জানা যাচ্ছে, ভারতে ফোনটি এবার অর্ধ লক্ষ টাকা দিয়ে কিনতে হবে। আইফোন এসই মডেলটি ৬৪ জিবি ও ১২৮ জিবি ভেরিয়েন্টে (Variant) লঞ্চ হয়েছিল। লঞ্চের সময় ফোন দুটির দাম ছিল যথাক্রমে ৪৩,৯০০ টাকা ও ৪৮,৯০০ টাকা। বর্তমানে দুটি ফোনেই ৬০০০ টাকা করে দাম বেড়েছে। দুটি মডেলের দাম বেড়ে হয়েছে ৪৯,৯০০ টাকা ও ৫৪,৯০০ টাকা। অন্যদিকে এর আরেকটি মডেল রয়েছে, যা ২৫৬ জিবি। এর দাম বেড়ে হয়েছে ৬৪,৯০০ টাকা। হটাৎ করেই এত দাম বেড়ে যাওয়া নিয়ে কিছু জানাননি সংস্থা। তবে ক্রোমা ফ্লিপকার্টের মতো ওয়েবসাইটে এখনো ফোনটি আগের দামেই পাওয়া যাচ্ছে। জানিয়ে রাখি, ফোনটিতে দুর্দান্ত ফিচার (Feature) রয়েছে। এটি ৪.৭ ইঞ্চির একটি রেটিনা ডিসপ্লে যুক্ত। এতে একটি বিশেষ প্রযুক্তি রয়েছে, যা ফোনটিকে ধুলো জল থেকে রক্ষা করবে। অন্যদিকে পেয়ে যাবেন ফিজিক্যাল হোমস্ক্রিন বাটন ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়া ফোনে ১২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা লাগানো রয়েছে। ফোনটি ৫G নেটওয়ার্ক সাপোর্টেড।

Scroll to Top