অ্যান্ড্রয়েড মোবাইলে যুক্ত হবে ইসরোর তৈরি নাবিক প্রযুক্তি, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী।

আমাদের ফোনের জিপিএস বা গুগল ম্যাপ সিস্টেমটি চলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম এর মাধ্যমে। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে কোন জায়গার লোকেশন বা ম্যাপের চিত্র দেখায় এই সিস্টেম। তবে এবার থেকে মোবাইলে যুক্ত হতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি নাবিক প্রযুক্তি।

২০২৫ সালের মধ্যেই ভারতের সমস্ত ধরনের স্মার্টফোনে যুক্ত হতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি নেভিগেশন পদ্ধতি নাবিক। কেন্দ্রীয় ইলেকট্রনিক এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী রাজিব চন্দ্রশেখর গত বৃহস্পতিবার এমনই একটি বার্তা জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে সমস্ত মোবাইলে ৫জি নেটওয়ার্ক ব্যবহার করা হয়, সেই সমস্ত মোবাইলে আগামী 2025 সালের ১ জানুয়ারি তারিখের মধ্যে নাবিক প্রযুক্তি সংযুক্ত করতে হবে।

শুধুমাত্র ৫জি মোবাইলে নয়, তার সাথে অন্যান্য মোবাইল গুলিতেও নাবিক প্রযুক্তি সংযুক্ত করার সময়সীমা বেধে দেওয়া হয়েছে। ২০২৫ সাল শেষ হবার আগেই অন্যান্য এন্ড্রয়েড মোবাইল গুলিতে নাবিক প্রযুক্তি সংযুক্ত করার কথা ঘোষণা করা হয়েছে। নাবিক প্রযুক্তি চালানোর জন্য স্মার্টফোনগুলিতে একটি বিশেষ ইলেকট্রনিক চিপ ব্যবহার করতে হবে।

সম্প্রতি লঞ্চ হয়েছে আইফোন ১৫ প্রো এবং iphone ১৫ Pro Max। এই মোবাইল গুলিতেও নাবিক প্রযুক্তি দেওয়া হয়েছে। এই প্রথম কোন আইফোনে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি নাবিক প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। আপেল সংস্থার নাবিক প্রযুক্তির সংযুক্ত করা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন এই লঞ্চের সময় ভারত দুটি মাইল ফলক অর্জন করেছে।

২০১১ সালেই নাবিক প্রযুক্তি চালুর চিন্তাভাবনা ছিল ভারত সরকারের। আমাদের প্রত্যেকের মোবাইলেই থাকে gps ব্যবস্থা। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। নাবিক এবং এই প্রযুক্তি একই রকম ভাবে কাজ করে। শুধুমাত্র পার্থক্য হল ভারতীয় কৃত্রিম উপগ্রহের উপর ভিত্তি করে নাবিক প্রযুক্তি কাজ করবে।

আপাতত নাবিক প্রযুক্তিটি ভারত এবং ভারতের চারিপাশে ১৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তবে আগামী দিনের ভারতের তরফ থেকে আরও উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নাবিকের বিস্তার আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

Scroll to Top