বৈবাহিক সম্পর্ক, স্বামীদের স্বাধীনতায় স্ত্রীদের হস্তক্ষেপ, এবং দাম্পত্যে বিভ্রাট, এমন বিভিন্ন প্রতিকূলতা থেকে বাঁচতে, অনুপম এবং রজত পাড়ি দেয় ভিন রাজ্যে। সেখানেই ঘটতে থাকে একের পর এক ঘটনা এবং দুর্ঘটনা। বলা বাহুল্য, এটি ছিল ২০১৯ এর মুক্তিপ্রাপ্ত ছবি “বিবাহ অভিযান” এর বিষয়বস্তু। হাসির মোড়কে নির্মিত এই ছবিটি মন জিতে নেয় দর্শকের। তাই দর্শকদের কথা মাথায় রেখে, আরও একবার, “আবার বিবাহ অভিযান” এ তাঁদের সামিল করতে চান পরিচালক বিরসা দাশগুপ্ত। খুব শীঘ্রই মুক্তি পাবে “বিবাহ অভিযান” (Bibaho Obhijaan) এর দ্বিতীয় ভাগ, “আবার বিবাহ অভিযান” (Abar Bibaho Obhijaan)। ইতিমধ্যে এই ছবির দুটি গান মুক্তি পেয়েছে। এখন ছবির টাইটেল ট্র্যাক মুক্তির অপেক্ষায়।
২০২২ সালেই ঘোষিত হয়েছিল, দ্বিগুণ দম ফাটা হাসি নিয়ে পুনরায় পর্দায় আসবে অঙ্কুশ (Ankush Hazra), রুদ্রনীল (Rudranil Ghosh)এবং অনির্বাণের (Anirban Bhattacharya) এই ছবিটি। তাঁদের চরিত্রগুলি সবাই বিবাহিত, কিন্তু বৈবাহিক জীবনে সুখের বড় অভাব। তাই তাঁরা পাড়ি দেবে থাইল্যান্ডে। আগেরবারের মতই এবারেও তাঁদের পড়তে হবে নানা প্রতিকূলতার মধ্যে। কিন্তু দর্শকের কাছে সমস্তটাই ফুটে উঠবে হাসির মেজাজে। স্ত্রীদের থেকে বাঁচতে বিদেশে গিয়েও সমস্যা, আবার সেই সমস্যার মাঝেই স্ত্রীদের আগমন, এমন বৃত্তাকারেই আবর্তিত হয়েছে অনুপম, রজত এবং গনশার জীবন। এই ছবির চিত্রনাট্য লিখেছেন খোদ রুদ্রনীল ঘোষ। অনুপম, রজত এবং গনশার স্ত্রীদের ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে নুসরাত ফারিয়া (Nusraat Faria), সোহিনী সরকার (Sohini Sarkar) এবং প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)।
বিরসা দাশগুপ্তের (Birsa Dasgupta) পরিচালনায় এই ছবিটি মুক্তি পাবে আগামী ২৫ মে। ইতিমধ্যে এই ছবির দুটি গান “মন বাজারে” (Mon Bajare), এবং “সবই মায়া” (Shob E Maya) মুক্তি পেয়েছে। ছবিটির টাইটেল ট্র্যাকও মুক্তি পাবে শীঘ্রই, অর্থাৎ ১৭ মে। ছবির ট্রেলার এবং গান দেখে এখন থেকেই দর্শক দিন গোনা শুরু করে দিয়েছেন এক মজাদার সফরের সাক্ষী থাকার প্রতীক্ষায়।