ফোনেই করতে পারবেন ট্রান্সলেট, গুগলের জিমেইলে এল বড় পরিবর্তন।

গুগলের বিভিন্ন অ্যাপগুলির মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ অ্যাপ হল জিমেইল। জিমেইলের মাধ্যমে খুব দ্রুত কাউকে বার্তা পাঠানো যায়, কোন ফাইল পাঠানো যায় এবং বর্তমানে গুগল মিটও (Google Meet) জিমেইলের সাথে অন্তর্ভুক্তি করন করা হয়েছে। প্রত্যেকটি মোবাইলে জিমেইল অ্যাপটি থাকে। বেশিরভাগ মোবাইলে এই অ্যাপটি ইন বিল্ট হিসেবে থাকে অর্থাৎ বাইরে থেকে এটিকে আলাদা করে ইন্সটল করার দরকার হয় না।

সম্প্রতি Gmail app এর জন্য একটি নতুন ফিচারের ঘোষণা করেছে google সংস্থা। নতুন এর বিচার এর মাধ্যমে আপনারা মোবাইলের মাধ্যমেই gmail ট্রান্সলেট করে ফেলতে পারবেন। স্থানীয় ভাষায় ইমেইলকে অনুবাদ করার সুযোগ দিচ্ছে গুগল। আগেই ফিচারটি শুধুমাত্র কম্পিউটারের (Computer) জন্যই উপলব্ধ ছিল, অর্থাৎ শুধুমাত্র কম্পিউটার দিয়ে ইমেইল ট্রান্সলেট করার অপশন পাওয়া যেত। তবে নতুন ফিচার লঞ্চ হবার পর এবার গ্রাহকরা মোবাইলের মাধ্যমেই ট্রান্সলেট করে ফেলতে পারবেন তাদের প্রয়োজনীয় ইমেইল ।

জিমেইল এর এই ফিচারটি অ্যান্ড্রয়েড এর পাশাপাশি iOS ডিভাইসগুলিতেও চালু হচ্ছে৷ অর্থাৎ এবার থেকে জিমেইলের ট্রান্সলেট(Gmail Translate) করার ফিচারটি কম্পিউটার ছাড়া যে কোন ফোনেই ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

গুগলের তরফ থেকে একটি ব্লগ পোস্টে জানানো হয়েছে যে, প্রায় এক বছর ধরে গুগলের ইউজাররা ওয়েব জিমেইলের মেইল গুলি একশটি ভাষায় অনুবাদ করার সুযোগ পাচ্ছিলেন। তবে google সংস্থা এবার থেকে জিমেল মোবাইল অ্যাপের মধ্যে একটি নেটিভ ট্রান্সলেশন ইন্টিগ্রেশন(Native Translate Integration) ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত।

ইমেইলের(Email) শীর্ষে একটি ব্যানার থাকবে, যেখানে ইউজাররা তাদের সেট করা পছন্দের ভাষায় যে কোন ইমেইল অনুবাদ করে ফেলতে পারবেন । যেমন কোন একটি ইমেইল যদি ইংরেজি ভাষায় থাকে এবং ইউজাররা যদি চান সেটিকে বাংলা ভাষায় অনুবাদ করে নিতে, তাহলে “Translate to Bengali” অপশনে ক্লিক করলেই হবে।

কোন মেইল যদি ট্রান্সলেট (Google Mail Translation) করতে না চান, তাহলে এই ব্যানারটি আপনারা কেটে দিতে পারবেন। চাইলে একটি নির্দিষ্ট ভাষা থেকে কখনোই অনুবাদ না হবার অপশনটি বেছে নিতে পারবেন গ্রাহকরা।

Scroll to Top