Undo Delete For Me: উদ্ধার করা যাবে ডিলিট করা মেসেজ; নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ!

বর্তমানে সারা বিশ্বের কোটি কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন মেসেজিং এর মাধ্যম হিসেবে। ভারতীয় কয়েক কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। যত দিন যাচ্ছে হোয়াটসঅ্যাপ তত দেখতে নতুন ফিচার দিয়ে মানুষকে অবাক করে দিচ্ছে।

বছরখানেক আগেই হোয়াটসঅ্যাপে ডিলিট ফর এভরিওয়ান – Delete For Everyone অপশন এসেছিল। আপনি কাউকে কোন মেসেজ পাঠানোর পর যদি আপনার মন পরিবর্তন করে ফেলেন, সে ক্ষেত্রে আপনি মেসেজটি ডিলিট করে দিতে পারবেন। মেসেজটি আপনার থেকে এবং আপনি যাকে পাঠিয়েছেন তার থেকেও পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে।

তবে দেখা গেছে যে অনেক সময় কোন ব্যক্তি ভুলবশত এই অপশনটি ব্যবহার করে ফেলেছেন। নিজের জন্য ডিলিট করতে গিয়ে দুজনের জন্য ডিলিট করে ফেলেছেন, বা সবার জন্য ডিলিট করতে গিয়ে নিজের জন্য ডিলিট হয়ে গেছে। এমনটিও হামেশাই ঘটতে থাকে আমাদের সাথে। অনেক সময় অনেককে নানা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়।

তবে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারে প্রায় সকলেরই উপকার হতে চলেছে।

whatsapp এর নতুন ফিচারে কি আছে?

ধরুন আপনি কাউকে একটি মেসেজ পাঠালেন। তারপর সবার থেকে ডিলিট করতে গিয়ে বা ভুলবশত Delete For me করে দিলেন। তখন সেই মেসেজটি ফেরানোর বা সকলের জন্য ডিলিট করার কোন অপশন থাকে না। তবে নতুন এই ফিচারের মাধ্যমে Delete For me করা মেসেজকে “Undo Delete For Me” অপশনের মাধ্যমে আবার পুনরায় ফিরিয়ে আনতে পারবেন। এবং পরে আবার Delete For everyone করে সবার জন্য ডিলিট করতে পারবেন।

whatsapp এর পরিভাষায় এই নতুন ফিচারটির নাম দেয়া হয়েছেঅ্যাক্সিডেন্টাল ডিলিট(Accidental Delete)! এই ফিচারে কোন মেসেজ ডিলিট ফর মি করে দেবার পর ইউজারদেরকে ৫ সেকেন্ড মত সময় দেওয়া হবে এবং তার মধ্যে ডিলিট ফর অল করা যাবে।

হোয়াটসঅ্যাপ(WhatsApp) এর পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে যে অ্যান্ড্রয়েড এবং আইফোন ব্যবহারকারী প্রত্যেকেই এই সুবিধাটি নিতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *