LIC তে শূন্যপদে নিয়োগ শুরু, আবেদন করুন আজই!

Life Insurance Corporation of India(LIC) ৩০০জন শূন্যপদে কর্মী নিয়োগ করছে। ১৫ই জানুয়ারি এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কোম্পানির তরফে। অনলাইনে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ও আবেদন প্রক্রিয়া শেষ হবার শেষ তারিখ ৩১শে জানুয়ারি। আগ্রহী প্রার্থীরা Licindia.in ওয়েবসাইটে (Website) গিয়ে আবেদন করুন অনলাইনে।

https://licindia.in/Bottom-Links/Careers/Recruitment-of-AAO(Generalist)-2023


বিজ্ঞপ্তি জারি ও প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ই জানুয়ারি যা চলবে ৩১শে জানুয়ারি অবধি। LIC AAO 2023 পদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া। প্রার্থীরা অ্যাডমিট কার্ড পাবেন পরীক্ষার সাতদিন আগে। প্রিলিমিনারি (Preliminary) পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৭ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে। চূড়ান্ত পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৮ই মার্চ। এই নিয়োগ প্রক্রিয়াতে প্রধানত চার্টার্ড অ্যাক্যাউন্যান্ট, অ্যাকচুয়ারিয়াল, লিগ্যাল ও আইটি (Chartered Accountant, Actuarial, Legal and IT) পদের অধীনে AAOs (সহকারী প্রশাসনিক কর্মকর্তাদের) নিয়োগ করা হয়। মোট ৩০০ টি AAO পদের শূন্যপদ পূরণ হতে চলেছে এই নিয়োগ প্রক্রিয়াতে।


যাঁরা এই পদের জন্য আবেদন করবেন তাঁদের মোট তিন পর্যায়ের নিয়োগ পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। প্রিলিমিনারি (Preliminary), চূড়ান্ত (Main) এবং ইন্টারভিউ (Interview) দিয়ে নিয়োগ পদ্ধতি উত্তীর্ণ হতে হবে। এরপরে হবে একটি মেডিক্যাল টেস্ট (Medical Test)। যে পরীক্ষায় সফল হলে অর্থাৎ ফিট প্রমাণ হলে তবেই সেই প্রার্থীর চাকরি পাকা হবে নচেৎ নয়!


আবেদন করার জন্য প্রথমে LIC এর অফিসিয়াল ওয়েবসাইট licindia.in এ যান। ওয়েবসাইটের হোমপেজে গিয়ে ‘Careers’ ট্যাবে ক্লিক করুন। এরপর যে পেজটা চোখের সামনে আসবে সেখানে ‘সহকারী প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ’ এ ক্লিক করুন। এবার ‘অনলাইনে আবেদন করুন’ অপশনটিতে ক্লিক করুন। একটি পোর্টাল খুলবে যেখানে রেজিস্টার (Register) করুন। সিস্টেম জেনারেটেড (System Generated) অস্থায়ী রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) ও পাসওয়ার্ড (Password) ব্যবহার করে পোর্টালে আবারও লগইন করুন। যে যে ডকুমেন্ট (Document) চাইবে সেগুলি দিয়ে আবেদনপত্র পূরণ করুন। সব নথি আপলোড (Upload) করুন। অনলাইনেই টাকা দিন। আবেদন করা হয়ে গেলে আবেদনপত্রটি ডাউনলোড করুন ও ভবিষ্যতের জন্য সেভ করে রাখুন পৃষ্ঠাটি।
এখনো কি ভাবছেন আপনি? তাড়াতাড়ি পেজে গিয়ে আবেদন করুন। আবেদনের শেষ তারিখ কিন্তু ৩১শে জানুয়ারি।

Scroll to Top