Google Play Store News: বাচ্চাদের খামখেয়ালির দিন শেষ, অ্যাপ কিনতে লাগবে অভিভাবকদের অনুমতি।

বর্তমানে ছোট বাচ্চারা বেশিরভাগই মোবাইল ছাড়া থাকতে পারেনা। কার্টুন দেখা থেকে শুরু করে ইউটিউব (YouTube) এবং বিভিন্ন প্লে স্টোরের গেম (Play Store paid games) তাদের নখদর্পণে। অনেক সময় বাচ্চারা ভুলবশত প্লেস্টোর থেকে বিভিন্ন দামি গেম ক্রয় করে ফেলেন তাদের বাবা-মায়ের ক্রেডিট বা ডেবিট কার্ড (Debit card) দিয়ে। তবে সম্প্রতি গুগল প্লে তে একটি নতুন ফিচার আসতে চলেছে যার মাধ্যমে ছোট বাচ্চাদের খামখেয়ালির দিন শেষ হতে চলেছে।

এই ফিচারটি চালু হলে কোন অ্যাপ কেনার আগে বাচ্চার অভিভাবকদের কাছে জানানো হবে।

এখনকার প্রায় সব বাচ্চারাই মোবাইলে গেম খেলতে আসক্ত। স্কুল ছুটির দিন হোক বা সকাল বিকেল, মোবাইলে গেম তাদের চাই ই চাই। এজন্য তারা অনেক সময় গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন পেইড গেম ডাউনলোড করে নেয়। বেশিরভাগ বাচ্চারাই তাদের বাবা মায়ের মোবাইল ব্যবহার করে যেখানে তাদের বাবা-মায়ের ব্যাংক অ্যাকাউন্ট সেভ করা থাকে। এর ফলে বাচ্চারা যখন কোন পেইড গেম ডাউনলোড করে, তার বাবা-মায়ের একাউন্ট থেকে সেই টাকা কেটে নেওয়া হয়। গত দু’বছর আগেও পাঞ্জাবের একটি ছেলে তার বাবা-মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১৫ লাখ টাকা উড়িয়ে pubg গেম এর অনেক কিছু কিনেছিল।

এবার এই সমস্যার সমাধান করল গুগল প্লে স্টোর। Purchase Request নামে নতুন একটি ফিচার যুক্ত করা হলো প্লে স্টোরে।

মূলত কিশোর কিশোরীদের পেইড অ্যাপ কেনা এবং মাত্রাতিরিক্ত কেনাকাটা বন্ধ করার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কী-কী হবে এই নতুন ফিচারে?

এই নতুন ফিচারটি চালু করা হলে ছেলে মেয়েরা যখন অ্যাপ থেকে কিছু কেনার আবেদন করবেন, সেই বিষয়ে অভিভাবকদের কাছে জানানো হবে। মূলত অভিভাবকদের অনুমতি গ্রহণ করার জন্য এই ফিচারটি চালু করা হয়েছে।

সম্প্রতি গুগলের একটি ব্লগ পোস্টের মাধ্যমে বলা হয় বহু মানুষ তাদেরকে কেনাকাটার সুবিধার্থে google একাউন্টে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড এর তথ্য যুক্ত করে রাখেন। সন্তানের হাতে মোবাইল গেলে তারা ইচ্ছাকৃত বা ভুলবশত অনেক কেনাকাটা করে ফেলে। তবে এই নতুন ফিচার চালু হলে কোন কিছু কেনাকাটির আগে অভিভাবকের অনুমতি দরকার হবে। কোন কিছু কিনতে গেলে অভিভাবকের ফোনে মেসেজ যাবে, এর ফলে সন্তানেরা যখন যা খুশি কিনতে পারবে না।

কীভাবে চালু করবেন এই ফিচার?

গুগল প্লে স্টোর অ্যাপটি খুলতে হবে প্রথমে। ডানদিকে প্রোফাইল পিকচার অপশনটিতে ক্লিক করে সেটিং এ যেতে হবে। এবার Family নামের অপশনে ক্লিক করুন এবং View Family Members এ ক্লিক করুন। পরিবারের সদস্যদের নাম সিলেক্ট করুন এবং Purchase approvals ক্লিক করুন। কোন Purchase approval দেবেন, তা সিলেক্ট করুন।

নতুন নিয়ম চালু হলে গুগলের সামান্য লস হলেও বহু অভিভাবক সুরাহা পাবেন। সন্তানেদের ইচ্ছা মতো কেনাকাটি বন্ধ হবে এবং তারাও অনেক টাকা সাশ্রয় করতে পারবেন।

Scroll to Top