ভারতে Vivo T1x লঞ্চ হচ্ছে 20 শে জুলাই, জেনে নিন ফিচার

দেশে Vivo T1x ফোন লঞ্চ হতে চলেছে। যদিও দেশের বাইরে ইতিমধ্যেই লঞ্চ হয়ে গিয়েছে। Vivo T1x এর প্রসেসর রাখা হয়েছে Snapdragon 680। তবে লঞ্চ হওয়ার পর দুটো ওয়েবসাইটে বিক্রি হবে – ফ্লিপকার্ট এবং ভিভোর অফিসিয়াল ওয়েবসাইটে। এটি সম্পূর্ণ 4G সাপোর্টার। জেনে নিন বিস্তারিত ভাবে ফোনের সমন্ধে।

Vivo T1x ফোনে বড় ডিসপ্লে রয়েছে। রয়েছে ওয়াটারড্রপ নচ ডিজাইন। বেজেলটি খুবই পাতলা ধরনের। ফিঙ্গার প্রিন্টটি হলো সাইড মাউন্টেড। ফোনটির প্লাস্টিক ব্যাক প্যানেলে রয়েছে দুটি ক্যামেরা। তারমধ্যে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা। 50 MP প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে এবং 2MP থাকছে ম্যাক্রো বা ডেপথ সেন্সর।

সেলফির জন্য ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে 8MP। এই স্মার্টফোনে 6.58 ইঞ্চির পুরো HD সাথে LCD ডিসপ্লে রয়েছে। এর পিক্সেল রেজোলিউশন হলো 1080 * 2408 পিক্সেল। অ্যাসপেক্ট রেশিও হলো 20:9। ভিন্ন ভিন্ন শেডস আছে স্মার্টফোনটিতে। ফোনে থাকছে ডুয়াল – সিম, ওয়াফাই ব্লু টুথ 5.0। এছাড়াও রয়েছে জিপিএস, এনএফসি এবং টাইপ – সি চার্জিং পোর্ট।

অফিসিয়াল ভাবে ফোনটির দাম এখনো কিছু জানায়নি। তবে ২০ জুলাই ফোনটি লঞ্চ হলে তবে জানা যাবে। তবে অনেকের ধারণা ফোনটির দাম ১৪ হাজার ৫০০ টাকা হতে পারে। ফোনটির RAM 8GB / 128 GB। ফোনটিতে সফটওয়্যার রয়েছে Android 11 ভিত্তিক অপারেটিং সিস্টেম। ফোনটি 44W ফার্স্ট চার্জিং করে। ব্যাটারির ব্যাক আপ পাওয়ার রয়েছে 5000 mAh।

Scroll to Top