ইউজারের অজান্তেই মাইক্রোফোন অ্যাক্সেসের অভিযোগ, গোপনীয়তা লঙ্ঘন করছে WhatsApp?

বর্তমানে ভারতে চালু থাকা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলির মধ্যে অন্যতম একটি প্ল্যাটফর্ম হল whatsapp । বর্তমানে হোয়াটসঅ্যাপ (Whatsapp) একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন (Application) যা ব্যবহারকারীদের পাঠ্য বার্তা পাঠাতে, ভয়েস এবং ভিডিও কল করতে, ফটো এবং ভিডিওর মতো মিডিয়া শেয়ার করতে এবং গ্রুপ চ্যাট তৈরি করতে এবং সেখানে অংশগ্রহণ করতে দেয়। ভারতের কয়েক কোটি মানুষ বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। পড়াশোনা থেকে শুরু করে ব্যবসায়িক কাজ, যোগাযোগ, কলিং ইত্যাদি বহু ক্ষেত্রে whatsapp অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন গ্রাহকেরা।

প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ, সর্বোত্তম প্রাইভেসি বা সিকিউরিটি দেওয়ার কথাও বলে তারা। কিন্তু এবার WhatsApp-এর এই দাবির দিকেই আঙুল উঠেছে।
সম্প্রতি ফোড ডাবিরি (Foad Dabiri) নামক একজন টুইটার (Twitter) ইঞ্জিনিয়ার, মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মটিতে তার ফোনের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন,যেখানে দেখা যাচ্ছে যে মেটা-মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ব্যবহার না করা সত্ত্বেও, WhatsApp তার মাইক্রোফোন অ্যাক্সেস করেছে।

এ থেকে বলা যায়, অ্যাপটি ইউজারের অজান্তেই ফোনের ব্যাকগ্রাউন্ডে মাইক্রোফোন অ্যাক্সেস করে সবকিছু শুনছিল বা রেকর্ডও করছিল।

ইলেকট্রনিক্স এবং তথ্য প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেছেন,এমনটা সত্যি হলে তা মানুষের গোপনীয়তার সরাসরি লঙ্ঘন। ইউজারদের গোপনীয়তার সাথে কোনোভাবেই আপোষ করা হবেনা। এই পরিস্থিতিতে সরকার,হোয়াটসঅ্যাপে ইউজারদের গোপনীয়তা লঙ্ঘন সম্পর্কিত এই অভিযোগের তদন্ত করবে এবং উপযুক্ত ব্যবস্থা নেবে। ।

ফোডের টুইট এবং অন্যান্য ইউজারদের অভিযোগের জবাব হিসেবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে,এমন সমস্যা হওয়ার কারণ অ্যান্ড্রয়েডের প্রাইভেসি(privacy) ড্যাশবোর্ডে উপস্থিত একটি বাগ।এই বিষয়ে হোয়াটসঅ্যাপ,গুগলের সাথে কথা বলবে বলেও জানিয়েছে।এছাড়া তারা বলেছে,অ্যাপটি ফোনের মাইক্রোফোন অ্যাকসেস(access)করবে কিনা সেই সিদ্ধান্ত ইউজারদের নিয়ন্ত্রণে থাকে।আর সংস্থার ইউজারদের কথা শোনার সম্ভাবনাও নেই,কারণ এতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন (end-to-end encryption) সিস্টেম বর্তমান।

তবে,হোয়াটসঅ্যাপকে নিয়ে যে এখন বিস্তর আলোচনা হচ্ছে তাতে সন্দেহ নেই। প্রসঙ্গত,ফোডের টুইটটি এখনও পর্যন্ত ৬৫ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে এবং এলন মাস্ক আবার হোয়াটসঅ্যাপকে না বিশ্বাস করার কথা বলেছেন।

Scroll to Top