এটিএম কার্ড লাগবে না, ইউপিআই ব্যবহার করেই ক্যাশ তুলুন ATM থেকে।

এটিএম কার্ড না থাকলেও আর কোন অসুবিধা নেই। এবার থেকে আপনারা এটিএম কার্ড ছাড়াই ইউপিআই থেকে ক্যাশ টাকা তুলতে পারবেন। তবে তার জন্য আপনাদের প্রয়োজন হবে ইউপিআই। যে কোন ইউপিআই অ্যাপ্লিকেশন ব্যবহার করেই টাকা তুলতে সক্ষম হবেন আপনারা।

দেশ যতো ডিজিটাল হচ্ছে ততো ক্রমাগত উন্নতি হয়েই চলেছে। সম্প্রতি ভারতের প্রথম ইউপিআই এটিএম পরিষেবা চালু হয়েছে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সহায়তায় হিটাচি কম্পানি প্রথম ইউপিআই এটিএম লঞ্চ করেছে। কোনরকম ঝামেলা ছাড়াই শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে এবার নগদ ক্যাশ তোলা যাবে।

কিভাবে টাকা তুলবেন, পরপর দেখুন।

১. ইউপিআই এর মাধ্যমে নগদ ক্যাশ তোলার জন্য প্রথমে আপনি কত টাকা তুলতে চান সেটি নির্বাচন করতে হবে।

২. এরপর QR অপশনটি সিলেক্ট করতে হবে। QR এর পাশে আপনার নির্বাচিত টাকার পরিমাণটি দেখতে পারবেন।

৩. মোবাইলে থাকা যে কোন ইউপিআই অ্যাপ ব্যবহার করে সেই কিউ আর কোডটি স্ক্যান করতে হবে এবং ইউপিআই পিন লিখতে হবে। তাহলে আপনার মোবাইল থেকে টাকাটি ট্রান্সফার হয়ে যাবে।

৪. তারপরে এটিএম মেশিন থেকে নগদ ক্যাশ বেরিয়ে আসবে। টাকাটি সংগ্রহ করে নিতে হবে।

ইউপিআই এর মাধ্যমে লেনদেন হলে ব্যাঙ্ক জালিয়াতি অনেকটাই কমবে। অনেক সময় স্ক্যামাররা গ্রাহকদের ফোন করে তাদের এটিএম কার্ডের পিন নম্বর জেনে নেয় এবং সেটি ব্যবহার করে গ্রাহকের একাউন্ট ফাঁকা করে দেয়। তবে নতুন এই পরিষেবা লঞ্চ হবার পরে শুধুমাত্র স্ক্যানভিত্তিক ট্রানজেকশন সম্ভব হবে, যার জন্য স্ক্যামারদের পাল্লায় পড়ার হাত থেকে অনেকটাই মুক্তি পেতে চলেছেন চলেছেন সাধারণ গ্রাহকরা।

পাশাপাশি অনেক সময় এটিএম কার্ড সাথে করে বহন করা হয় না। সে ক্ষেত্রে আর্জেন্ট কোন টাকার প্রয়োজন হলে সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। আশেপাশে টাকা লেনদেন করার কোন দোকান না থাকলে বড় সমস্যার মধ্যে পড়তে হয় আমাদেরকে। তবে নতুন এই পরিষেবা লঞ্চ হবার পর সাথে শুধুমাত্র মোবাইল থাকলেই সরাসরি এটিএম এ গিয়ে টাকা তুলে নেওয়া যাবে।

Scroll to Top