আপনি কোনো Text লিখবেন, আর সেটাই রূপান্তরিত হয়ে যাবে ছবিতে। নতুন ফিচার আনলো OpenAi নামের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স।
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর বাজারে নতুন এসেছে CHATGPT, খাটনির একাধিক কাজ এক নিমেষের মধ্যেই করে দিতে পারে এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স।
কোনো রচনা লেখা, গানের লিরিক্স লেখা, সম্প্রতিকালে ঘটে যাওয়া অনেক কিছুর প্রশ্ন উত্তর, কোডিং ইত্যাদি কাজ খুব সহজেই নিমেষের মধ্যে করে দিতে পারে OpenAi!
সম্প্রতি তাদের নবতম সংযোজন Dall e 2! এই সাইটটি হলো https://openai.com/dall-e-2/ !
কিভাবে ব্যবহার করবেন DALL E 2?
dall-e-2 ব্যবহার করতে গেলে প্রথমেই আপনাকে যেতে হবে https://openai.com/dall-e-2/ এই ওয়েবসাইটে। এরপর signup অপশনে গিয়ে Gmail Account দিয়ে রেজিস্টার করতে হবে। নিজের নাম, পদবী এবং নম্বর সাবমিট করতে হবে।
নম্বরে একটি Otp আসবে, সেটি সাবমিট করলেই ব্যবহার করতে পারবেন dall-e-2!
এরপর ওপরের কমান্ড বক্সে আপনার টেক্সট টাইপ করুন। কিছুক্ষণের মধ্যেই নিচে চারটি ছবি জেনারেট করবে dall-e-2!
কেমন কমান্ড দিতে পারেন আপনি?
বাস্তব এবং অবাস্তব যেকোনো কমান্ড আপনি দিতে পারবেন। “An astronaut riding a Horse in space” লিখলে আপনি কিছুক্ষণের মধ্যেই চারটি ছবি পাবেন যেখানে একজন মহাকাশচারী মহাকাশে ঘোড়ার পিঠে ঘুরছে। এমন অবাস্তব ছবিও আপনি বানাতে পারবেন।
কোনো সেলিব্রিটির নাম দিয়ে তার ছোটবেলার ছবি তৈরি করতে দিয়েও এই সাইট আপনাকে তা তৈরি করে দেবে।
বিশেষ কোনো জন্তুর বিশেষ কোনো রূপ, কারো ছবি, ভবিষ্যতের পৃথিবী ইত্যাদি সম্পর্কিত কমান্ড দিলেও সেই রিলেটেড ছবি পাবেন আপনি।
যারা সোশ্যাল মিডিয়া, ব্লগ এবং ওয়েবসাইটে লেখালিখি করেন, তাদের অনেক ফিচার ইমেজ দরকার হয়। এডিটিং এর পিছনেও অনেকটা সময় নষ্ট হয়। এই সাইট ইউজ করলে সেই খাটনি অনেকটা কমবে। এছাড়া অনেক মজা পাবেন আপনি এই ফিচার ব্যবহার করার সময়।