ফোন থেকে ভাইরাস তাড়াতে পারবেন সরকারি পোর্টালের মাধ্যমে। কিভাবে ব্যবহার করবেন, জেনে নিন।

বর্তমানে স্মার্টফোন, কম্পিউটার এবং ল্যাপটপ ব্যবহারকারীদের কাছে অন্যতম একটি আতঙ্কের নাম হলো ম্যালওয়্যার বা ভাইরাস। একবার এটি যদি আপনার মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপে ঢুকে যায় তাহলে খুব সহজেই এটি আপনার ডিভাইস খুব তাড়াতাড়ি খারাপ করে দেবে। তাছাড়া আপনার ব্যক্তিগত তথ্যও দ্বিতীয় কোন ব্যক্তির কাছে পাচার করে দিতে পারে। এভাবেই বেশিরভাগ ব্যাংক অ্যাকাউন্ট বা পার্সোনাল তথ্য হ্যাক হয়।

ম্যালওয়্যার বা ভাইরাসের প্রভাবে আপনার স্মার্টফোন বা ল্যাপটপ খারাপ হয়ে যেতে পারে। তাছাড়া ব্যক্তি সুরক্ষা ও খর্ব হতে পারে। নাগরিকদের সুরক্ষার জন্য সর্বোপরি ইলেকট্রনিক ডিভাইসগুলিতে ভাইরাস বা ম্যালওয়্যার এর প্রভাব ঠেকাতে নতুন একটি পোর্টাল নিয়ে এলো ভারত সরকার

Cyber Swachhta Kendra: ভাইরাস সংক্রান্ত জালিয়াতি রূপে নতুন একটি পোর্টাল লঞ্চ করেছে কেন্দ্র সরকার। এই পোর্টাল এর নাম দেয়া হয়েছে সাইবার স্বচ্ছতা কেন্দ্র পোর্টাল।। এটি ব্যবহার করে আপনি একদম বিনামূল্যে আপনার ডিভাইসটিকে ভাইরাস মুক্ত করতে পারবেন। ভারতের ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন এর পক্ষ থেকে কেন্দ্রীয় এই পোর্টালে একাধিক ফ্রী বট রিমুভাল টুল যুক্ত করা হয়েছে।

সরকারি এসএমএস এর মাধ্যমে গ্রাহকদের এই পরিষেবা সম্পর্কে জানাতে শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর। কিভাবে এই পোর্টালটি ব্যবহার করবেন সংক্ষেপে জেনে নিন।।

দেশের একাধিক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং এন্টিভাইরাস কোম্পানি গুলির সাথে হাত মিলিয়ে তৈরি করা হয়েছে এই নতুন পোর্টালটি। তৈরি করেছে ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম। এটির আরো একটি নাম দেওয়া হয়েছে যেটি হল বট নেট ক্লিনিং এন্ড মেলওয়ার অ্যানালিসিস সেন্টার।

প্রথমে আপনাকে এই অফিশিয়াল ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে।

অফিশিয়াল ওয়েবসাইট: www.csk.gov.in

এরপর ‘Security Tools’ অপশনে ক্লিক করতে হবে।

পরবর্তী পেজে অনেকগুলি কোম্পানির নাম আসবে। আপনি যে কোম্পানি থেকে অ্যান্টিভাইরাস বা বট রিমুভার টুল ব্যবহার করতে চান সেটি সিলেক্ট করে নিন।

এরপর টুলটি ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশন এ ক্লিক করুন। উইন্ডোস ব্যবহারকারীরা eScan Antivirus, K7 Security এইসব অপশনগুলি বাছতে পারেন।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা প্লে স্টোরে গিয়ে eScan CERT-IN অথবা M-Kavach 2 ডাউনলোড করতে পারেন। দুটিই সরকারি অ্যাপ।

অ্যাপগুলি ডাউনলোড করা হয়ে গেলে ফোনে থাকা ম্যালওয়েরগুলি শনাক্ত করবে এই অ্যাপ এবং প্রয়োজনে সেগুলিকে ফোন থেকে রিমুভ করে দেবে।

Scroll to Top