১৭ টি মজাদার টেলিগ্রাম বট, একবার ব্যবহার করা শুরু করলে আর ছাড়তে চাইবেন না।

বর্তমানে ম্যাসেজিং প্লাটফর্ম গুলির মধ্যে অন্যতম একটি হলো টেলিগ্রাম। ভারতের কয়েক লক্ষ ব্যবহারকারীরা টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করেন। তবে শুধুমাত্র মেসেজ করার জন্যই টেলিগ্রাম ব্যবহার করা হয় না, বরঞ্চ এর রয়েছে আরো হাজার হাজার সুবিধা। হাজার হাজার কথাটা শুনে যদি আপনাদের মনে হয় যে বেশি বলা হচ্ছে, তাহলে আপনারা ভুল। নরমাল টেলিগ্রাম ব্যবহার করলে আপনারা সামান্য কিছু ফিচার ব্যবহার করতে পারবেন। কিন্তু টেলিগ্রাম বটের ব্যাপারে যখনই আপনি জানতে শুরু করবেন , তখন দেখবেন যে আপনার জ্ঞানের পরিধির বাইরে অনেক রকম ফিচার রয়েছে টেলিগ্রামে, যেগুলো অন্য কোন অ্যাপ, ওয়েবসাইটে আপনার একসাথে পাবেন না।

রইল ১৭ টি মজাদার টেলিগ্রাম বট।

@Weatherman_bot : আপনি পৃথিবীর যেকোন প্রান্তে থেকে সেই জায়গাকার আবহাওয়া এবং সামনের দিনে আবহাওয়া কেমন হতে পারে সেই ব্যাপারে জানতে পারবেন এখানে মেসেজ করে।

@WikiBot: গুগলে গিয়ে আর উইকিপিডিয়া সার্চ করতে হবে না। এখানে সার্চ করলেই আপনারা উইকিপিডিয়ার সমস্ত তথ্য পেয়ে যাবেন।

@YTAudioBot : এখানে ইউটিউব লিংক পেস্ট করলে সরাসরি ভিডিও মিউজিকটি ডাউনলোড করে নিতে পারবেন।

@ImageSearchBot: গুগলের পরিবর্তে আপনারা এখানেই ছবি সার্চ করতে পারবেন।

@StickerBot : নিজের ছবি ব্যবহার করে স্টিকার বানাতে পারবেন।

@GameeBot : এখানে মেসেজ করলে আপনারা বিভিন্ন রকম গেম খেলার সুযোগ পাবেন।

@SpotifyBot – মোবাইলে স্পটিফাই না থাকলেও চিন্তা নেই। এখানে যে কোন গান সার্চ করে আপনারা শুনতে পারবেন।

@GIFsBot : মনের মধ্যে এনিমেটেড ফাইল সার্চ করতে পারবেন এবং সেগুলি বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন।

@TranslateBot : যে কোন ভাষা থেকে যেকোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবেন।

@VoteBot : যে কোন রকম ভোটিং পোল তৈরি করতে পারবেন এখান থেকে।

@QuizBot – এখান থেকে আপনারা যে কোন রকমের কুইজ তৈরি করতে পারবেন।

@IMDbBot – যে কোন রকম সিনেমা এবং টেলিভিশন শো এর ব্যাপারে জানতে পারবেন।

@ZipBot – যে কোনো রকম ফাইল এখানে কমপ্রেস বা ডি কমপ্রেস করতে পারবেন।

@PDFBot – সরাসরি পিডিএফ এডিট করতে পারবেন আপনারা এখান থেকে। এর জন্য আপনাদের আলাদা করে কোন অ্যাপ বা ওয়েবসাইটে যাওয়া লাগবেনা।

@ReminderRobot – নিজের এবং বন্ধুদের জন্য রিমাইন্ডার সেট করতে পারবেন।

@QRCodeBot – এখানে আপনারা নিজের মতো QR কোড তৈরি করতে পারবেন এবং স্ক্যান করতে পারবেন।

@MathBot : অংকের ক্যালকুলেটর সম্পর্কিত যাবতীয় সমস্যা আপনারা এখানে সমাধান করতে পারবেন।

Scroll to Top