এই মুহূর্তে ধারাবাহিকের মধ্যে, সবচেয়ে চর্চিত হয়ে আছে ‘অনুরাগের ছোঁয়া’। টানা বেশ দীর্ঘ কিছু সপ্তাহ ধরে টিআরপিতে শীর্ষ তালিকায় রাজ করছে স্টার জলসা-খ্যাত এই ধারাবাহিক। বছর কয়েক আগে, সমাজে বর্ন বৈষম্যের মত সংস্কার বিরোধী প্রবণতার বিরুদ্ধে সোচ্চার হওয়া নিয়ে নির্মিত হয় এই ধারাবাহিক। প্রথম দিকেই বেশ দর্শকদের মন জয় করেছিল ডাক্তার সূর্য সেনগুপ্ত এবং দীপার রসায়ন। দীপার গায়ের রং তথাকথিত সমাজ প্রদত্ত সৌন্দর্য্যের যে সঙ্গা, তার অন্তর্গত ছিল না। শ্যাম বর্ন হওয়ার দরুন হতে হত অপমানিত। তাঁর নিজের পরিবারের কাছেও সে ছিল তুচ্ছ। কিন্তু এই দীপাই হয়ে ওঠে সূর্যর জীবনের আলো। শুরু হয় তাঁদের পথ চলা। সম্প্রতি সামাজিক মাধ্যমে তাঁদের একটি আদুরে মুহূর্তের ছবি ঘিরে দেখা গেছে তাঁদের অনুগামীদের মধ্যে উচ্ছ্বাস।
এই মুহূর্তে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের কাহিনী বেশ অনেক বছর এগিয়েছে। দীপা এবং সূর্যের জীবনে এসেছে তাঁদের সন্তান। কিন্তু দুর্ভাগ্যবশত সূর্য তাঁর সন্তানকে গ্রহণ করেনি। তাঁরই এক বান্ধবী, তথা সহকর্মীর ষড়যন্ত্রের শিকার হয় সূর্য এবং দীপা। দীপার গর্ভাবস্থায় সূর্য জানতে পারে দীপার গর্ভস্থ সন্তানের বাবা, সে নয়। ফলে তাঁদের মধ্যে তৈরি হয় শারীরিক দূরত্ব। সময়ের স্রোতে এখন তাঁদের সন্তানরা খানিক বড় হয়েছে। কাকতালীয় ভাবে ঘটনাক্রমে এই মুহূর্তে সূর্য এবং দীপা দুজনেই তাঁদের পরিবার নিয়ে উপস্থিত হয়েছে দার্জিলিংয়ে। সেখানে তাঁদের মধ্যে পারস্পরিক বিবাদ সৃষ্টি হলেও, সামাজিক মাধ্যমে তাঁদের মুহূর্ত যাপন ইঙ্গিত করছে অন্য কিছুর।
সামাজিক মাধ্যমে তাঁদের ভাগ করে নেওয়া ছবিতে দেখা যাচ্ছে, পাহাড়ের কোলে সূর্য ওরফে দিব্যজ্যোতি দত্ত এবং দীপা ওরফে স্বস্তিকা ঘোষ একে অপরের সঙ্গে আলিঙ্গণরত। দীপার পরনে পাহাড়ি পোশাক। সূর্য কোট প্যান্ট পরিহিত। তাঁদের এই ঘনিষ্ট মুহূর্তে আবেগে ভেসেছেন অনুরাগীরা। এতদিন যাঁরা সূর্য দীপার মিলনের অপেক্ষা করতেন, আজ তাঁদের সামনে রয়েছে দিব্যজ্যোতি এবং স্বস্তিকার ‘রোমান্টিক’ মুহূর্তের ছবি। তবে কি পর্দা পেরিয়ে বাস্তবেই ‘অনুরাগের ছোঁয়া’ পেল দিব্যজ্যোতি স্বস্তিকার সম্পর্ক? অনুগামীদের এই সন্দেহের প্রতিক্রিয়া জানাননি কেউই। প্রায়ই তাঁদের ঘনিষ্ট মুহূর্তের সাক্ষী হন ভক্তকুল, কিন্তু বরাবর নিজেদেরকে কাছের বন্ধু হিসেবেই পরিচয় দিয়ে এসেছেন পর্দারএই ‘সুদীপা’ জুটি।