ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হলো 5G পরিষেবা।

ভারতের অন্যতম ব্যাবসায়িক সংস্থা রিলাইয়েন্স ইন্ডাস্ট্রিস (Relience Industry)। এই ইন্ডাস্ট্রির একটি অন্যতম শাখা রিলায়েন্স জিও (Reliance Jio)। এই শাখাটি ভারতীয় নেটওয়ার্ক পরিষেবার জন্য বিখ্যাত। কিছুদিন আগে সবচেয়ে বেশি অর্থ খরচ করে 5G স্পেকট্রাম কিনেছে। গতকাল অর্থাৎ ১লা অক্টোবর দেশ জুড়ে চালু হয়ে গেলো 5G পরিষেবা। 5G নেটওয়ার্কের পাশপাশি সংস্থাটি একটি 5G স্মার্টফোন বাজারে আনবে বলে জানা গিয়েছে। ফোনটির নাম জিওফোন 5G (Jiophone 5G)। আজকের প্রতিবেদনে এই ফোনে থাকা ফিচার্স গুলি সম্পর্কে জানাবো। চলুন জিওফোন 5G-তে উপলব্ধ ফিচার্স গুলি সম্পর্কে জেনে নিন। সম্প্রতি একটি প্রতিবেদন থেকে Jiophone 5G এর স্পেসিফিকেশন প্রকাশ পেয়েছে। তবে এটি কবে ভারতীয় বাজারে আসবে, তা তার সংস্থা এখনো সঠিকভাবে কিছু জানায়নি।জানা যাচ্ছে, ফোনটির মূল্য হবে আনুমানিক আট থেকে দশ হাজার টাকার মধ্যে। প্রসঙ্গত, এই স্মার্টফোনটি LYF এর যৌথ অংশীদারিত্বে এটি লঞ্চ করা হবে

জিওফোন 5G মোবাইলের স্পেসিফিকেশন

১) JioPhone 5G ফোনটি 6.5-ইঞ্চি HD+LCD ডিসপ্লে বিশিষ্ট। এর রিফ্রেশ রেট 90Hz। এই ফোনে ব্যাবহৃত হয়েছে Syntiant NDP115 প্রসেসর।

২) অন্যদিকে ফোনটিতে সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা লাগানো রয়েছে। এছাড়া রয়েছে ডুয়াল ক্যামেরা (Dual Camera), যার একটি 13MP ও অন্যটি 2MP।

৩) এতে Android 12 ভার্সান ব্যাবহার করা হয়েছে। ফোনটিতে Google মোবাইল পরিষেবা এবং Jio অ্যাপগুলির একটি স্যুট সহ প্রি-লোড করা হবে।

৪) এতে ৫০০০mAh ব্যাটারি (Battary Capacity) লাগানো রয়েছে। এটি 18 ওয়াটের দ্রুত চার্জিং (Fast Charging) সার্পোটেড।

Scroll to Top