ভুয়ো ইউটিউব অ্যাপের মাধ্যমে সাইবার হামলা চালাচ্ছে পাকিস্তানের হ্যাকাররা, সচেতন হন।

প্রযুক্তিগত দিক থেকে আমরা যত উন্নত হচ্ছি, তারই সাথে বেড়ে যাচ্ছে বিভিন্ন সাইবার অপরাধ। হ্যাকাররা এবং প্রতারকরা বিভিন্ন মাধ্যমে আমাদের ব্যক্তিগত ডাটা থেকে শুরু করে ব্যাংক একাউন্টের টাকা এবং আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে এবং তা পাচার হয়ে যাচ্ছে অন্যান্য জায়গায়। সম্প্রতি এমনই একটি প্রতারণার কথা সামনে এসেছে।

অনলাইনে বিনোদনের ক্ষেত্রে এখন বর্তমানে অন্যতম একটি মাধ্যম হল ইউটিউব। এখানে নাচ-গান, শিক্ষা, বিনোদন, সংবাদ, প্রযুক্তি, রান্নাবান্না সহ নানা ধরনের ভিডিও রয়েছে। যেকোনো সময় যেকোনো মুহূর্তেই আমরা ইউটিউব খুলে এই সমস্ত ভিডিওগুলি দেখতে পারি। আর বর্তমানে প্রতারকরা ইউটিউবে অতিরিক্ত সুবিধা পাওয়ার লোভ দেখিয়ে নতুন ধরনের সাইবার হামলা চালাচ্ছে।

হ্যাকাররা ইউটিউবে মতো দেখতে তিনটি অ্যাপ তৈরি করেছে। এই অ্যাপগুলি ডাউনলোড করলেই ফোনে থাকা যাবতীয় তথ্য চলে যাবে হ্যাকারদের কাছে। পাশাপাশি ফোনের ক্যামেরা এবং মাইক্রোফোনের ও অ্যাক্সেস চলে যাবে হ্যাকারদের কাছে। যেখান থেকে তারা আপনার যেকোনো সময়ের ছবি এবং আপনার বলা যে কোন কথা রেকর্ড করে নিতে পারবে।

সেন্টিনেল ল্যাবস নামক একটি প্রতিষ্ঠান এই ঘটনাটি শনাক্ত করেছে। তারা জানিয়েছে এই হ্যাকিংটি করছে পাকিস্তানের একটি হ্যাকিং দল এ পি টি 36। তাদের তৈরি ইউটিউব অ্যাপে রয়েছে ক্যাপরাআরএটি নামের একটি ভাইরাস। তাদের তৈরি ইউটিউব অ্যাপটি অনেকটা নরমাল youtube এর মতোই দেখতে এবং ব্যবহারও অনেকটা সেইরকম। এই জন্য সাধারণ মানুষ কোন কিছু না বুঝেই সেই অ্যাপগুলি ইন্সটল করে ফেলছে এবং পরবর্তীকালে তাদের সমস্ত তথ্য পেয়ে যাচ্ছে এই সমস্ত হ্যাকাররা।

তাদের তৈরি অ্যাপগুলি ইন্সটল করার সময় বিভিন্ন অ্যাক্সেস নিয়ে নেয়। যেমন ফোনের কল, কন্টাক্ট, আপনার লোকেশন, আপনার ফোনে থাকা যাবতীয় মিডিয়া, মাইক্রোফোন এবং ক্যামেরার অ্যাক্সেস। যেকোনো সময় আপনার যে কোন মুহূর্তের ভিডিও রেকর্ড হয়ে যেতে পারে আপনার অনুমতি ছাড়াই। তাছাড়া আপনার যেকোনো কথা রেকর্ড করে তা দিয়ে পরবর্তীকালে আপনাকে ব্ল্যাকমেইল করা হতে পারে। এছাড়াও আরো নানা ধরনের সমস্যার মধ্যে পড়তে পারেন আপনি পরবর্তীকালে।

এজন্য কখনোই অতিরিক্ত সুবিধা পাবার আশায় অন্য কোন ইউটিউব ডাউনলোড করবেন না। সর্বদা প্লেস্টোর থেকে অরিজিনাল ভার্সনই ডাউনলোড করুন।

Scroll to Top