‘ভালবাসি তোমায়,জানে এ হৃদয়, তবু তুমি বোঝোনা। মেঘের খামে আজ তোমার নামে, উড়ো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও, তুমি মিলিয়ে নিও,খুব আদরে তা লিখে ছিলাম…’ এক অষ্টাদশী গ্রাম্য বালিকা, মেঠো সারল্যের মতই যে স্বচ্ছ। নাম, মঞ্জুরী! সদ্য প্রস্ফুটিত মুকুল। অথচ এই চপলা হরিণী তাঁর স্বভাব বিরুদ্ধ হয়ে ওঠে, ‘দামোদর’ এর স্রোতে ভেসে। দামোদর, হাগদা গ্রামের নবীন এক পোস্টমাস্টার। অন্যের মনের আদান প্রদান ঝুলি ভরে বিলি করলেও, তিনিও সলজ্জ মাথা নুইয়ে ফেলেন, মঞ্জুরীর উপস্থিতিতে।
দামোদর এবং মঞ্জুরীর গল্পটি, আসলে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের (Hoichoi) আসন্ন ওয়েব সিরিজ, ‘ডাকঘর’ (Dakghor) এর গল্প। বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুরের এই নামের একটি নাটক থাকলেও, দুটি গল্পের বিষয়বস্তু বেশ আলাদা। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজের টিজার। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন, ‘রাণী রাসমণি’ খ্যাত অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), এবং ‘একেন বাবু’, ‘ইন্দু’খ্যাত অভিনেতা সূহোত্র মুখোপাধ্যায় (Suhotra Mukherjee) ।
সদ্য মুক্তিপ্রাপ্ত টিজারে দেখা যাচ্ছে, সমসাময়িক যুগের মতই আধুনিক অবতারে দিতিপ্রিয়া এবং সূহত্রের সাক্ষাৎ ঘটছে। প্রাথমিক বাক্যালাপের পর তাঁরা দর্শকের উদ্যেশ্যে ভাগ করে নিচ্ছেন, হাগদা গ্রামের দুই তরুণ তরুণী, দামোদর ও মঞ্জুরীর প্রণয় গাঁথার সামান্য কিছু টুকরো। ছাপোষা বেশ ভুষা, লম্বা বিনুনি, ছোট্ট টিপে মঞ্জুরী, ওরফে দিতিপ্রিয়া একেবারেই গ্রামের মেঠো, ছটফটে তন্বী। অপরদিকে দামোদর পোস্টমাস্টারের আবেশে সূহত্রকেও মানিয়েছে যথাযথ। এই উপস্থাপনাটি এককালের অতি প্রচলিত অথচ সম্প্রতিক দুষ্প্রাপ্য, মাধ্যম হিসেবে গণ্য চিঠি আদান প্রদান নিয়ে আবর্তিত। ভিন্ন মানুষের মানসিক আদান প্রদান যাঁর ভিন্ন ভিন্ন নতুন ঠিকানায় পৌঁছে দেওয়া কাজ, সেই দামোদর কীভাবে হয়ে মঞ্জুরীর? কীভাবে নিজের মনের কথা জানাবে নিজের মনের মানুষকে? এই সকল প্রশ্নই উস্কে দিচ্ছে টিজারটি দেখার পর। কিছুদিনের মধ্যেই সিরিজটির ট্রেলার প্রকাশ পাবে। খুব শীঘ্রই হইচইয়ে মুক্তি পাবে এই ওয়েব সিরিজটি।