শীঘ্রই প্রকাশিত হতে চলেছে TET-2022 এর ফলাফল? জেনে নিন সবিস্তারে।

গত বছরের ১১ই ডিসেম্বর, ২০২২ সালে অনুষ্ঠিত হয়েছিল প্রাথমিকের টেট পরীক্ষা(Tet Examination)। পরীক্ষা হবার এক সপ্তাহের মধ্যেই ফলপ্রকাশের কথা বলা হয়ে থাকলেও পূর্ব টেট পরীক্ষার আইনি জটিলতার কারণে তা সম্ভবপর হয়নি। গত মাসে টেট পরীক্ষার আনসার কি প্রকাশিত হলেও চূড়ান্ত ফলাফল প্রকাশের ক্ষেত্রে অনেকটাই দেরি হচ্ছিলো। তবে শেষ পর্যন্ত এই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। জানুন বিস্তারিত।


দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রাইমারি বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে রেজাল্ট প্রকাশ করা হবে আগামী কিছুদিনের মধ্যেই। দীর্ঘ প্রতীক্ষা ও অপেক্ষার অবসান ঘটতে চলেছে এবার। আর এই ফলাফল প্রকাশ করা নিয়েই এক দুর্দান্ত সুখবর জানালেন পর্ষদ সভাপতি। এবছরের টেট পরীক্ষা যেমন আগে যতবার পরীক্ষা হয়েছে তার মধ্যে সবচাইতে বেশি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ ভাবে অনুষ্ঠিত হয়েছে তেমনি তার ফলাফল প্রকাশের ক্ষেত্রেও যথেষ্ট শৃঙ্খলা দেখা দেবে এমনটাই পর্ষদ সভাপতির কথায় ইঙ্গিত পাওয়া গেল।
প্রাইমারী টেট ২০২২ এর প্রতিটি পরীক্ষার্থীকেই তাদের নিজের নিজের OMR Sheet অর্থাৎ উত্তর পত্রের একটি করে কার্বন কপি (Carbon Copy) দেওয়া হয়েছিল এবং পরীক্ষা হয়ে যাওয়ার পর সেগুলি তাদেরকে দিয়েও দেওয়া হয়েছে যাতে তারা টেট পরীক্ষার ফলাফল প্রকাশের আগে পর্ষদের ওয়েবসাইটে আপলোড করা উত্তর পত্রের সঙ্গে এই কার্বন কপি মিলিয়ে দেখতে পারেন। এরফলে যে সুবিধাটি হবে তা হল পরীক্ষার্থীদের আর ফলাফল প্রকাশিত হওয়ার অপেক্ষায় বসে থাকতে হবে না।

ফলাফল প্রকাশিত হওয়ার আগে পর্ষদের ওয়েবসাইটে প্রত্যেক পরীক্ষার্থীর যে উত্তর পত্র গুলি আপলোড করা হবে তার সঙ্গে পরীক্ষার্থীদের নিজেদের কাছে যে উত্তর পত্রের কার্বন কপি রয়েছে সেটি মিলিয়ে দেখলেই তারা আগে থেকেই জানতে পেরে যাবেন যে তারা কে কত নম্বর পাবেন। অর্থাৎ পর্ষদের তরফ থেকে কবে অফিসিয়ালি ফলাফল প্রকাশ করা হবে সেই আশায় তাদেরকে আর প্রহর গুনতে হবে না। অন্যদিকে পর্ষদের তরফ থেকেও কোনো রকম কোনো ভুল ভ্রান্তি বা দুর্নীতি হওয়ার সম্ভাবনা থাকবে না অর্থাৎ পরীক্ষা দেওয়া থেকে শুরু করে সেই পরীক্ষার ফলাফল দেখা পর্যন্ত পুরোটাই দুর্নীতি মুক্ত ও নির্ভুল ভাবে সংঘটিত করার জন্যই পর্ষদের তরফ থেকে এইরুপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল (Gautam Pal) জানিয়েছেন যে চলতি মাসের কিছু দিনের মধ্যেই টেট ২০২২ এর ফলাফল পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) প্রকাশ করে দেওয়া হবে তবে এবারের ফলাফল প্রকাশ একটু বিশেষ ধরনের হতে চলেছে। পরীক্ষার্থীরা আগের বারের মতোই এবারেও নিজেদের টেট পরীক্ষার অ্যাডমিট কার্ডের (Admit Card) রোল নম্বর (Roll Number) ও রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) দিয়ে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে লগইন (Login) করে নিজেদের রেজাল্ট দেখতে পাবেন।


মোটের উপর এটাই বোঝা যাচ্ছে যে এবার আর প্রাইমারী টেটের ফল প্রকাশ নিয়ে কোনো প্রকার দুর্নীতি হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। আগামী পঞ্চায়েত ভোটের আগেই এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় সবকিছু সম্পন্ন হয়ে নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে যাবে বলে অনেকটাই আশা করা হচ্ছে। তবে এই মাসেই যে পুরো ৬ লক্ষ ১৭ হাজার পরীক্ষার্থীরই ফলাফল প্রকাশিত হবে কিনা তা এখনও পর্ষদ কর্তৃক স্পষ্টভাবে জানানো হয়নি।
এ বছর প্রশ্নপত্র তুলনামূলকভাবে সহজ ছিল তাই প্রচুর ক্যান্ডিডেট প্রাইমারি টেট পরীক্ষায় পাস করবে। এবং প্রতি বছর বছরের টেট পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই টেট এর নিয়োগ প্রক্রিয়ায় খুব শীঘ্রই সম্পন্ন করে দেওয়া হবে বলে জানানো হয়েছিল পর্ষদ সভাপতি তরফ থেকে!
চোখ রাখুন পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট

www.wbbpe.org

এ, আরো বিস্তারিত জানার জন্যে ও ফলাফল চেক করার জন্য।

Scroll to Top