বাজারে এলো মাত্র ৪৩০ টাকার ছোট্ট এসি, ঘর ঠান্ডা থাকবে, পাবেন আলোও।

গ্রীষ্মের দাবদাহ যেমন বেড়েই চলেছে, তেমনই তার সাথে বেড়ে চলেছে এয়ার কন্ডিশনারের বিক্রি। কমার্শিয়াল ব্যবহার ছাড়াও বর্তমানে বহু মানুষ ব্যক্তিগত ব্যবহারের জন্য এয়ারকন্ডিশনার কিনছেন। তবে বর্তমানে যারা পোর্টেবল ছোট এসি খোঁজ করছেন, তাদের জন্য একটি দুর্দান্ত মডেল নিয়ে হাজির হয়েছে শালিক(Shaalek) নামের একটি সংস্থা।

গরমকালে ভালোমতো একটি এসি কিনতে গেলে কুড়ি হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত দাম পড়ে। তবে সবার পক্ষে এইরকম দাম দিয়ে এয়ারকন্ডিশনার কেনা সম্ভব হয় না। এইজন্য অনেকেই পোর্টেবল এসি বা কুলারের শরণাপন্ন হন। এগুলির দাম সাধারণ এয়ারকন্ডিশনের তুলনায় অনেকটাই কম এবং খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করা যায়।

সম্প্রতি শালিক নামের একটি সংস্থা একটি দুর্দান্ত পোর্টেবল এসি তৈরি করেছে যেটির দাম খুবই কম এবং রয়েছে অসাধারণ সব ফিচার।

আমাজনে এই মডেলটির দাম দেওয়া আছে ১৮৯৯৯ টাকা। তবে ৫৩ শতাংশ ছাড় দেওয়া হয়েছে এবং এটির দাম হচ্ছে ৮৯৯৯ টাকা। যদি আপনার কাছে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনারা অতিরিক্ত ১০০০ টাকা ছাড় পেয়ে যাবেন। তার সাথে যদি ইএমআই অফার ব্যবহার করেন তাহলে প্রত্যেক মাসে মাত্র 430 টাকা খরচ করেই এই মিনি পোর্টেবল এসিটি বাড়িতে নিয়ে আসতে পারবেন।

এই এসিতে রয়েছে চার হাজার মেগা আম্পিয়ারের ব্যাটারি। একবার সম্পূর্ণ চার্জ হতে এর সময় লাগবে ৪ ঘন্টার কাছাকাছি। তারপর প্রায় সাত ঘন্টা পর্যন্ত এটি আপনার ঘর ঠান্ডা করতে পারবে। বাড়ির ভেতরে এবং বাইরে যে কোন জায়গাতেই আপনি এটি খুব সহজেই ব্যবহার করতে পারবেন এবং খুব সহজেই আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় এটিকে বহন করতে পারবেন।

এই মেশিনে আপনাকে জল ভোরতে হবে এবং তারপর এই মেশিনটি আপনাকে মৃদুমন্দ বাতাস দিতে শুরু করবে। এই মেশিনটিতে রয়েছে 420 ml এর ওয়াটার ট্যাঙ্ক। একবার যদি আপনি এই ডিভাইস থেকে চার্জ দেন তাহলেই চলতে থাকবে।

যদি কখনো এই মেশিনটিতে জল ফুরিয়ে যেতে থাকে তাহলে মেশিনটি আপনাকে জানিয়ে দেবে। তার জন্য এখানে একটি রিমাইন্ডার বাটন রয়েছে।

শুধুমাত্র ঘর ঠান্ডা করা নয়, এই মেশিনটি চালালে এখানে সাতটি বিভিন্ন আলোর এলইডি লাইট জ্বলবে। এছাড়া কোন শব্দ হয় না এসিটিতে। এতে রয়েছে তিনটি আলাদা আলাদা স্পিড মোড এবং ভিন্ন টাইমার সেট করেও আপনি এটিকে চালাতে পারবেন।

Scroll to Top