QR Code স্ক্যান করেই এক ফোন থেকে অন্য ফোনে নেওয়া যাবে Whatsapp এর সমস্ত চ্যাট!

এখন সোশ্যাল মিডিয়ার যুগ। এখন প্রায় প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। সারা বিশ্বজুড়ে কয়েক কোটি মানুষ বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। ভারতেও কয়েক কোটি মানুষ ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার (Whstsapp Messenger)।

Whatsapp এর একটি অন্যতম বড় সমস্যা হল এর চ্যাট যে কোন সময় হারিয়ে যেতে পারে। তবে স্বয়ংক্রিয়ভাবে এই সমস্যা হয় না। কোন গ্রাহক যদি তার মোবাইল বদলান সে ক্ষেত্রে পুরনো মোবাইল থেকে নতুন মোবাইলে হোয়াটসঅ্যাপ নিতে গেলে পুরনো সব চ্যাট ডিলিট (Whatsaap chat restore) হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই। তবে এই সমস্যা থেকে শীঘ্রই মুক্তি পেতে চলেছেন গ্রাহকরা, এমনটাই জানানো হয়েছে মেটার(Meta) পক্ষ থেকে।

মোবাইল ফোন বদলে আগের ফোন থেকে নতুন ফোনে সমস্ত চ্যাট এবং মিডিয়া নিতে গেলে অনেক সময় লেগে যায়। তবে আগের সমস্ত কথোপকথন ফেরত পেতে সেই সমস্ত তথ্য গুগল ড্রাইভে (Google Drive) সেভ করে রাখা দরকার হয়। যারা এই কাজটি করেন না, তারা মোবাইল বদলানোর সময় প্রিয়জনের সাথে সমস্ত চ্যাটই হারিয়ে ফেলেন।

ওয়েববিটাইনফো নামের একটি সংস্থার রিপোর্টে দাবি করা হয়েছে যে, এই সমস্যা থেকে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছেন গ্রাহকরা। রিপোর্ট অনুযায়ী, একটি ফোনের যাবতীয় চ্যাট একটি মোবাইল থেকে অন্য মোবাইলে নিয়ে যাবার জন্য চ্যাট ট্রান্সফার (Chat Transfer WhatsApp) নামে নতুন একটি ফিচার আনা হবে হোয়াটসঅ্যাপে। ইতিমধ্যেই whatsapp সংস্থা এই বিষয়টি নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে।

এই ফিচারটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা কোন ওয়াইফাই বা নেটওয়ার্ক ব্যবহার করে একটি অ্যান্ড্রয়েড মোবাইল থেকে অন্য একটি এন্ড্রয়েড মোবাইলে তাদের সমস্ত চ্যাট ট্রান্সফার করে নিতে পারবেন।

এই চ্যাট ট্রান্সফার বিষয়টি সম্পূর্ণটাই হবে একটি কিউআর কোড স্ক্যানের মাধ্যমে। এই পদ্ধতিটি ব্যবহার করার জন্য কোন ক্লাউড স্টোরেজারও দরকার পড়বে না। শুধুমাত্র সামান্য একটি স্ক্যানের মাধ্যমেই গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে বলে জানানো হয়েছে রিপোর্টে।

তবে নতুন এই বৈশিষ্ট্য বা ফিচারটি কবে থেকে গ্রাহকরা ব্যবহার করতে পারবেন, বা কবে থেকে লঞ্চ করা হবে – সেই বিষয়ে অফিশিয়াল কোন নোটিশ দেয়া হয়নি হোয়াটসঅ্যাপ এর পক্ষ থেকে।

Scroll to Top