দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হতে চলেছে TET পরীক্ষার ফলাফল। বিশদে জানুন।

দীর্ঘ প্রতীক্ষার পর গত ২০২২ সালের ১১ই ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে টেট পরীক্ষা। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হয়েছিল টেট পরীক্ষা(Tet Examination)। ডিসেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশ করার কথা থাকলেও আইনি জটিলতার কারণেই হোক বা হোক অন্য কোনো কারণে, ডিসেম্বরে ফলপ্রকাশ সম্ভব হয়নি। তবে খুব শীঘ্রই যে এর ফলাফল প্রকাশ করা হবে সেই বিষয়ে বারবার পর্ষদ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল।


চলতি মাসের মধ্যেই অর্থাৎ জানুয়ারিতেই টেট পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করার কথা ঘোষণা করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত সঠিক তারিখ জানা যায়নি তবে খুব শীঘ্রই এই ফলাফল ঘোষণা হতে চলেছে। আপডেট (Update) পেতে পর্ষদের ওয়েবসাইটে (Website) চোখ রাখতে বলা হয়েছে।
গত ১১ই ডিসেম্বর টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল অনেক সুরক্ষার সাথে। মেটাল ডিটেক্টর(Metal Detector), বায়োমেট্রিক টেস্ট(Biometric Test), সিসিটিভি ক্যামেরা(CCTV), পুলিশ (Police Security) প্রহরা ইত্যাদি বিভিন্ন সুরক্ষা ছিল যার জন্য এই বছর ভীষণ সুষ্ঠভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। কলকাতার ধারেকাছের স্কুলগুলিতে পর্ষদ সভাপতি নিজে সরেজমিনে দেখেন এবং নিজেই বলেন যে এত ভালোভাবে টেট পরীক্ষা আগে কখনো অনুষ্ঠিত হয়নি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও (Education Minister Bratya Basu) অশেষ ধন্যবাদ জানান তিনি।


গত ১১ই ডিসেম্বর অনুষ্ঠিত এই টেট পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাত লক্ষের ও বেশি। কাজেই বোঝা যাচ্ছে যে শিক্ষক-শিক্ষিকা হবার স্বপ্ন বুকে নিয়ে কতজন যুবক ও যুবতী আশায় এতদিন বুক বেঁধেছিলেন। এবারের টেট পরীক্ষা সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ভাবেই অনুষ্ঠিত হয়েছে এমনটাই দাবি পর্ষদের। এমনকি এই পরীক্ষা হবার পরে পর্ষদের কাছে বহুপ্রার্থী ধন্যবাদ জানিয়ে ই-মেল ও চিঠি দেন। এবারে তাই সকল যোগ্য প্রার্থী নিজের মর্যাদা পাবেন এমনটাই আশা করা যায়।


চলতি মাসেই সব অপেক্ষার অবসান ঘটবে এমনটাই দাবি পর্ষদের তরফে। পর্ষদ থেকে জানানো হয়েছে যে ফলাফল তাঁদের অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) থেকেই প্রকাশ করা হবে। যে ওয়েব পেজে গিয়ে নিজেদের অ্যাডমিট কার্ড (Admit Card) ডাউনলোড করতে পেরেছিলেন প্রার্থীরা, ঠিক সেই ওয়েব পেজে গিয়েই তাঁদের ফলাফল দেখতে হবে। যে অপশনে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পেরেছিলেন ঠিক তার নিচে ‘Check Result’ লিখে একটি অপশন থাকবে। সেখানেই ফলাফল দেখতে হবে। কারো যদি নিজের ফলাফল নিয়ে সন্দেহ থাকে তাহলে তাঁরা রিভিউয়ের জন্য আবেদন করতে পারবেন। এবারে ফলাফল হবে দুর্নীতিমুক্ত ও কোনোরূপ কারচুপি ছাড়া তাই সকল যোগ্য প্রার্থী তাঁর প্রাপ্য সম্মান পাবেন এমনটাই আশা করা যায়।

Scroll to Top