স্বাধীনতার স্বপ্ন বুনবেন বাঘা যতীন! অরুণ রায় পর্দায় ফুটিয়ে তুলবেন ইতিহাস…

“ফিরে আমি আসবই; হয় স্বাধীন ভারতের নাগরিক হয়ে, নাহয় স্বাধীনতার স্বপ্ন হয়ে..”! ফিরে তিনি এসেছিলেন, কিন্তু স্বাধীনতার স্বপ্ন হয়েই.. আর তাই তাঁর ফেরার ইতিহাস আজও প্রত্যেক স্বাধীন ভারতের নাগরিককে শিহরিত করে। আজও সেই শিহরণের রন্ধ্রে রন্ধ্রে উচ্চারিত হয় তাঁদের মত বীর শহীদদের নাম। তিনি, বাঘা যতীন! পুরো নাম, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। এক স্বাধীন ভারতের স্বপ্ন নিয়ে তিনি যে দুর্গম, দুঃসাহসিক যাত্রার উদ্দেশ্যে পাড়ি দেন, সেই কাহিনী পরিচালক অরুণ রায় ফুটিয়ে তুলবেন তাঁর আসন্ন ছবিতে। ‘বাঘা যতীন’ নামক ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করবেন দেব। মানুষ সাক্ষী হবেন সেই রক্তাক্ত ইতিহাসের। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির টিজার।

ব্রিটিশ বিরোধী সংগ্রামের স্বশস্ত্র বাহিনীর অন্যতম পথ প্রদর্শক ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীন। বাংলার বিপ্লবী জনগোষ্ঠী যুগান্তরের নেতা ছিলেন তিনি। জার্মানদের সঙ্গে সখ্য করে, ব্রিটিশদের মুখোমুখি হয়েছিলেন বাংলার এই বীর সন্তান। তাঁর জীবনীর ওপর এবার রুপোলি পর্দায় আলোকপাত করবে অভিনেতা দীপক অধিকারী অর্থাৎ দেবের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইমেন্ট ভেঞ্চর্স (Dev Entertainment Ventures)।

বাঘা যতীনের মত একজন দুঃসাহসিক স্বাধীনতা সংগ্রামীর ভূমিকায় অভিনয় করে দেব যারপরনাই উচ্ছ্বসিত। তিনি বলেছেন, “যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, আজও সকল ভারতবাসীর কাছে অনুপ্রেরণা। তিনি এখনও তাঁর সাহসিকতা এবং আত্মত্যাগের জন্য সকলের মনের মণিকোঠায় রয়েছেন।” অভিনেতা আরও যোগ করে বলেন, বাঘা যতীনের মত ব্যক্তিত্বের চরিত্র বেশ ‘চ্যালেঞ্জিং’। কিন্তু দেব অভিনেতা হিসেবে ‘চ্যালেঞ্জ’ নিতেই পছন্দ করেন। তাই এই চরিত্রটির সকল দিক পুঙ্খানুপুঙ্খভাবে পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তিনি আশাবাদী, এই ছবি দর্শকের মাঝে আলোড়ন সৃষ্টি করবে। প্রাক-স্বাধীন ভারতের রক্তাক্ত ইতিহাসে, আরও একবার দর্শক শিহরিত হবেন।

৯ সেপ্টেম্বর, অর্থাৎ গত শনিবার স্বভূমিতে হল এই ছবির টিজার লঞ্চের অনুষ্ঠান। পরিচালক এবং অভিনেতা দেবের সঙ্গে উপস্থিত ছিলেন এই ছবির অন্যান্য কলাকুশলীবৃন্দ। নবাগতা সৃজা দত্ত (Srija Dutta) থাকবেন বাঘা যতীনের স্ত্রীয়ের ভূমিকায়। আগামী ১৯ অক্টোবর, পুজোর সময় এই ছবিটি মুক্তি পাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *