গুগল পে বা অন্য কোনো অনলাইন নেট ব্যাঙ্কিং অ্যাপ ব্যবহার করেন? প্রতারণা থেকে সাবধান হোন!

আজকাল ইন্টারনেটের (Internet) মাধ্যমে প্রতারণার (Fraud) সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। দিনের পর দিন বিভিন্ন উপায়ে তথ্য ও টাকা-পয়সা চুরির হার বাড়ছে। বিশেষ করে অনলাইন নেট ব্যাঙ্কিং (Net-Banking)-এর মাধ্যমে এই প্রতারণার (Fraud) ফাঁদ পেতে বসে থাকছে প্রতারকরা। কিছুদিন থেকে এরকমই নতুন একটি পন্থা খুঁজে পেয়েছে তারা!


গুগল পে (Google Pay), ফোনপে (Phonepe), পেটিএম (Paytm) বা অন্য নেট ব্যাঙ্কিং অ্যাপের (Net-Banking App) মাধ্যমে কেউ ইচ্ছাকৃতভাবে (Deliberately) আপনাকে আপনার একাউন্টে (Account) টাকা পাঠায় ও তারপর আপনাকে ফোন করে বলে যে আপনার একাউন্টে (Account) সে ভুল করে টাকা পাঠিয়ে ফেলেছে এবং আপনি যেন তাঁকে তাঁর একাউন্টে (Account) টাকাটা ফেরত পাঠান। প্রাথমিকভাবে এটি সাধারণ লাগলেও এরপরই শুরু হয় আসল গল্প। এরপর আপনি যেই তার একাউন্ট নম্বরে টাকা ফেরত পাঠাবেন ওমনি ফাঁকা হয়ে যাবে আপনার একাউন্ট! এরপর আর তাঁর সাথে যোগাযোগ করতে পারবেন না কোনোভাবেই!
সাধারণত স্বাভাবিক লাগলেও এই পন্থা অবলম্বন করে প্রতারণার (Fraud) শিকার করা হয়েছে অনেককেই। এর থেকে বাঁচার কী কোনো উপায় নেই? হ্যাঁ, আছে। এর থেকে বাঁচার উপায় একটাই! এরপর ফোন এলেই তাঁকে বলা যে তিনি যেন নিজের আইডিপ্রুফসহ (ID Proof) স্থানীয় থানায় দেখা করে টাকা ক্যাশে নিয়ে যান। সে প্রতারণা (Fraud) করার চেষ্টা করে থাকলে এই প্রস্তাবে কখনোই রাজি হতে চাইবেন না। তখন আপনি সবটা জানিয়ে থানায় গিয়ে সেই লোকের নম্বরসহ অভিযোগ দায়ের করতে পারেন।।


মনে রাখবেন, এই জালিয়াতি কিন্তু এখন শুরু হয়েছে তাই এর থেকে বাঁচতে হবে আমাদের নিজেদেরই। এই পন্থা নতুন হওয়ায় অনেকেই এর সম্পর্কে জানেন না তাই এই খবরটি সম্পর্কে আপনার সমস্ত বন্ধু ও কাছের মানুষের সাথে শেয়ার করে খবরটি জানিয়ে সাবধান করুন। সাবধান থাকুন, সতর্ক থাকুন সকলে!

Scroll to Top