BSNL-এর সস্তার রিচার্জ প্ল্যানে একগুচ্ছ সুবিধা : ২৫০ টাকার নিচে, থাকছে একাধিক রিচার্জ প্লান

প্রাইভেট টেলিকম সংস্থাগুলি রিচার্জের দাম বাড়িয়ে দেওয়ার ফলে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। তবে কিছুটা স্বস্তির মিলেছে সরকারি সংস্থা বিএসএনএল (BSNL) কোম্পানির জন্য। বিএসএনএল (BSNL) রিচার্জের দাম কিছুটা হলেও অন্যান্য টেলিকম সংস্থার থেকে কম। আজ বিএসএনএলের দুটি রিচার্জ প্ল্যান সম্পর্কে বলবো। যে দুটি রিচার্জ প্ল্যান ২৫০ টাকার কম জেনে নিন বিস্তারিতভাবে।

এই দুটি প্ল্যানের বৈধতা ১ মাস থাকবে। আপনি ইন্টারনেট ডেটা পেয়ে যাবেন প্রতিদিন ২ জিবি করে। এটি আপনার জন্য দুর্দান্ত প্ল্যান হতে চলেছে। প্ল্যান দুটি হলো ২২৮ টাকায় এবং ২৩৯ টাকায়। জেনে নিন বিস্তারিতভাবে কি কি সুবিধা আরো পেয়ে যাবেন।

BSNL ২২৮ টাকায় রিচার্জ প্ল্যান


এই রিচার্জ প্ল্যানে আপনি আনলিমিটেড কলের সুবিধা পেয়ে যাবেন। এছাড়া প্রতিদিন এসএমএস পাবেন ১০০ টি করে। আপনি প্রতিদিন ইন্টারনেট ডেটা পাবেন ২ জিবি করে। এই প্ল্যানের ভ্যালিটি থাকবে টানা ১ মাস।

BSNL ২৩৯ টাকায় রিচার্জ প্ল্যান


এই রিচার্জ প্ল্যানে আপনি আনলিমিটেড কলের সুবিধা পাবেন। এছাড়া আপনি দৈনিক ২ জিবি করে ডেটা পাবেন পেয়ে যাবেন। ১০০ টি ফ্রী এসএমএস পেয়ে যাবেন। এছাড়া টকটাইম পাবেন ১০ টাকার। এই প্ল্যানের বৈধতা থাকবে টানা ১ মাস।

Jio ২৯৬ টাকায় রিচার্জ প্ল্যানের সাথে BSNL রিচার্জ প্ল্যানের তুলনা


এই প্ল্যানে আপনি ইন্টারনেট দৈনিক সীমা ছাড়া ডেটা পাবেন ২৫ জিবি। প্রতিদিন ১০০ টি এসএমএস পেয়ে যাবেন। জিও অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন। এই প্ল্যানের বৈধতা হলো ৩০ দিন।

Scroll to Top