BSNL নিয়ে এসেছে দারুণ সস্তা বার্ষিক একটি প্ল্যান।

দেশের একমাত্র সরকারি মালিকানাধীন টেলিকম সংস্থা হলো বিএসএনএল (BSNL)। এই সংস্থা বর্তমানে অন্যান বেসরকারি টেলিকম সংস্থার সঙ্গে জোর কদমে টক্কর দিচ্ছে। অনেকেই জানেন বাকি টেলিকম সংস্থাগুলির থেকে বিএসএনএল গ্রাহকদের জন্য খুবই সস্তা প্ল্যান আনেন। আজকের প্রতিবেদনে বিএসএনএলের এমনই এক প্ল্যান সম্পর্কে জানাবো, যা লো বাজেটে মিলবে (Low Budget Recharge Plan)। সাথে পাবেন এক বছরের মেয়াদ। চলুন এই রিচার্জ প্ল্যানটি সম্পর্কে জেনে নিন। BSNL গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত রিচার্জ প্লান নিয়ে আসলো। এই রিচার্জ প্ল্যানটি খুবই সস্তায় মিলবে। প্ল্যানটির দাম রাখা রয়েছে ১৪৯৯ টাকা। এটি একটি বার্ষিক প্ল্যান (Yearly Recharge Plan)। এর মেয়াদ পাবেন ৩৬৫ দিন অর্থাৎ একটা বছর। দৈনিক হিসাবে এই প্ল্যানের জন্য খরচ পড়বে ৪ টাকা ১ পয়সা। যা গ্রাহকদের জন্য খুবই সাশ্রয়ী এবং সস্তা।

১৪৯৯ টাকার এই প্ল্যানে পাবেন প্রতিদিন বিনামূল্যে ১০০টি করে এসএমএস (SMS)। তবে যদি বেশি ইন্টারনেট ব্যাবহার করতে চান এটা আপনার জন্য ভালো হবে না। কেননা এই প্ল্যানে মোট ২৪ জিবি ডেটা দেওয়া হবে। অর্থাৎ প্রতি মাসের হিসাবে ২জিবি করে ডেটা পাওয়া যাবে। তবে যারা শুধু মাত্র কথা ও এসএমএস করতে চান, তাদের জন্য এটি দুর্দান্ত। কেননা এতে থাকছে আনলিমিটেড কলিং (Unlimited Calling) এর সুবিধা। বিএসএনএলের অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) কিংবা ১২৩ নম্বরে BSNL1499 এসএমএস করে পাঠালেই এই প্ল্যানটি সক্রিয় হয়ে যাবে। প্রসঙ্গত, আয় বাড়াতে BSNL 4G কানেক্টিভিটি আরো বাড়বে। এতে এই সংস্থাকে সহায়তা করবে TCS। বিএসএনএল 4G-র জন্য সমস্ত পরিকাঠামো প্রস্তুত রয়েছে। খুব শীঘ্রই তা সমগ্র দেশে রোলআউট করা হবে। অন্যদিকে এই সংস্থার 5G নেটওয়ার্ক পরিষেবা নিয়েও একটি তথ্য উঠে এসেছে। জানা যাচ্ছে, আগামী বছরের ১৫ই আগস্ট নো স্ট্যান্ডালোন (NSA) মোডে 5G লঞ্চ করবে BSNL। তবে এ নিয়ে সংস্থার তরফ থেকে কিছু জানানো হয়নি

Scroll to Top