কেন্দ্রের আইটি মন্ত্রক বহুদিন ধরেই বিভিন্ন অ্যাপের উপর গুপ্তচরবৃত্তি (Spy) এবং ব্যবহারকারী ডাটা চুরি করার বিষয়ে যথেষ্ট উদ্বিগ্ন। এসব থেকে ভারত সরকার (Indian Government) নিজেদের একটি অপারেটিং সিস্টেম (Indian Operating System) চালু করেছে যার নাম BharOS।
আমরা যখন নতুন মোবাইল কিনি, তখন মোবাইল ওপেন করার পর তাতে বেশ কিছু আগে থেকে ইন্সটল করা অ্যাপ (Pre installed apps) দেখতে পাই। তবে ভারতে এই নিয়মের ব্যতিক্রম হতে চলেছে। এই দেশে যে সমস্ত স্মার্ট ফোন ব্র্যান্ডগুলি ব্যবসা করে, তাদেরকে নতুন একটি অপশন রাখতে হবে যাতে করে গ্রাহকেরা তাদের ইচ্ছা মত প্রি ইনস্টলড অ্যাপ গুলি মোবাইল থেকে ডিলিট করতে পারে।
এই নিয়ম চালু করার জন্য মোবাইল সিস্টেম গুলির স্ক্রিনিং বাধ্যতামূলক হয়ে যেতে পারে। আমরা সাধারণত প্রি ইনস্টল অ্যাপ গুলি মোবাইল থেকে ডিলিট করতে পারি না। এই অ্যাপগুলি অনেক সময় কাজে আসে না এবং মোবাইলের অনেকটা জায়গা জুড়ে থেকে যায়। তবে এবার থেকে ভারতীয় মোবাইল ইউজাররা এই অ্যাপগুলি তাদের মোবাইল থেকে ডিলিট করতে পারবেন।
নতুন এই নিয়মে প্রত্যেকটি স্মার্টফোনকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (Bureau Of Indian Standards)দ্বারা অনুমোদিত একটি ল্যাবে পরীক্ষা করার বিষয়টি বাধ্যতামূলক করা হবে। এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।
ভারত সরকারের একজন কর্মকর্তা জানিয়েছেন যে জাতীয় সুরক্ষার উপরে এক ধরনের বড় হুমকি ফোনের ফ্রি ইনস্টল অ্যাপগুলি। গ্রাহকেরা না চাইতেও এই অ্যাপগুলি তাদের ফোনে রাখতে হয়। এর ফলে অনেক ডাটা বাইরে চলে যেতে পারে। ভারত সরকার নিশ্চিত করতে চায় যাতে প্রি ইনস্টল করা অ্যাপগুলি চীন সহ অন্যান্য কোন বিদেশী দেশ কাজে লাগাতে না পারে।
vivo, Xiaomi, Samsung, Apple এবং অন্যান্য বেশ কিছু স্মার্টফোন নির্মাতা কোম্পানির সাথে এই বিষয়ে কথা বলার কাজ চলছে।
এই সিস্টেমটি চালু করা হলে গ্রাহকদের বেশ সুবিধা হবে। প্রথমত মোবাইল থেকে অনেক অদারকারী অ্যাপ ডিলিট করা যাবে যেগুলো এতদিন পর্যন্ত ডিলিট করা যেত না। তার সাথে নিরাপত্তা জনিত ব্যাপারেও এগিয়ে থাকা যাবে।