বর্তমানে স্মার্ট ফোন ছাড়া দুনিয়া প্রায় অচল বললেই চলে ।সকালে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমানো অব্দি প্রায় প্রতিটা কাজেই দরকার পরে স্মার্টফোন এবং ইন্টারনেটের। বর্তমানে স্মার্টফোন ও ইন্টারনেট ওতপ্রতভাবে জড়িয়ে গেছে।
আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি তা থেকে বেরোয় রেডিয়েশন।এই রেডিয়েশনের কারণে আমাদের শরীরের নানা রকম ক্ষতি হতে পারে। গবেষণায় জানা গেছে যে মোবাইল ফোনের রেডিয়েশন এর কারণে ক্যান্সার হওয়ার প্রবণতা বাড়ছে।এছাড়া ক্ষতিগ্রস্ত হয় মানুষ থেকে শুরু করে পশুপাখি সকলেই।
মোবাইল ফোনের মাত্রা অতিরিক্ত ব্যবহারে আমাদের চোখেরও ক্ষতি হয় এবং মনের ওপরে অনেক প্রভাব পড়ে এছাড়া আমাদের সময় অপচয় হয়।
বর্তমানে অনেকেই হেডফোন বা ইয়ারফোন ইউজ করেন কথা বলার সময়। তবে এখনো অনেক মানুষ কানে ফোন ধরে কথা বলতেই সাচ্ছন্দ বোধ করেন। কোন কানে ফোন নিয়ে কথা বলা উচিত? কি বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা?
একটি গবেষণায় প্রকাশিত হয়েছে যে, বেশিরভাগ মানুষই তাদের ডান কানে ফোন নিয়ে কথা বলেন। এতে করে সরাসরি মস্তিষ্কে প্রভাব পড়ে ।এজন্য ছোটখাটো কথাতেও আপনারা বিরক্ত হতে পারেন।
আসলে কথা বলার সময় মোবাইল যে কোন কানে নিয়ে কথা বলাই ক্ষতিকর। এজন্য সঠিকভাবে বলা সম্ভব নয় যে কোন কানে ফোন ব্যবহার করলে সেটি আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো।
আমাদের মস্তিষ্ক বাম দিকের তুলনায় ডান দিক বেশি সক্রিয়। এই জন্য বেশিরভাগ মানুষ ডান দিকে ফোন নিয়েই কথা বলেন ।তবে মাথায় রাখা উচিত যে ,ফোনে কথা বলার সময় ফোন দুই কানেই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা উচিত। এতে করে শরীরে ক্ষতির প্রভাব একটু হলেও কমে।
আগে প্রায় সকল মানুষ কানে মোবাইল ধরে কথা বলতেন। তবে বর্তমানে বিভিন্ন রকম ইয়ারফোন এবং হেডফোন এসেছে বাজারে যেগুলি তার সহ এবং ব্লুটুথ সিস্টেমে কাজ করে। অর্থাৎ কথা বলার সময় মোবাইল আপনার একদম কাছে না রাখলেও আপনারা কথা বলতে পারবেন। এইভাবে কথা বলাই আপনার পক্ষে নিরাপদ।