হোয়াটসঅ্যাপে চালু হলো চ্যানেল পরিষেবা, ফলো করতে পারবেন সেলিব্রিটিদের।

ভারতের অন্যতম একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হল হোয়াটসঅ্যাপ। বর্তমানে ভারতের কয়েক কোটি গ্রাহক হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। পড়াশোনার থেকে শুরু করে বার্তা প্রদান করা, ভিডিও কল করা, ভয়েস কল করা ইত্যাদি বহু পরিষেবা উপলব্ধ রয়েছে হোয়াটসঅ্যাপ এপ্লিকেশনে। সম্প্রতি whatsapp কোম্পানির পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে একটি নতুন পরিষেবা যুক্ত করা হয়েছে সেই পরিষেবাটির নাম দেওয়া হয়েছে চ্যানেল পরিষেবা।

এতদিন পর্যন্ত শুধু মাত্র টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে এই চ্যানেল পরিষেবাটির সুবিধা মিলতো। তবে এবার থেকে চ্যানেল পরিষেবার সুবিধা নিতে আর টেলিগ্রামে যাওয়ার দরকার নেই হোয়াটসঅ্যাপেই আপনারা চ্যানেল পরিষেবাটি ব্যবহার করতে পারবেন। ভারতীয় ক্রিকেট দল থেকে শুরু করে বড় বড় সেলিব্রিটি, মিউজিসিয়ান, ব্যান্ড দের আপনি whatsapp এর মাধ্যমেই ফলো করতে পারবেন।

হোয়াটসঅ্যাপের চ্যানেল পরিষেবা আপাতত ভারত সহ মোট ১৫০ টি দেশে উপলব্ধ রয়েছে। তবে হোয়াটসঅ্যাপ কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই অন্যান্য দেশেও এই পরিষেবাটি রোল আউট করা হবে এবং আরো বহু সংখ্যক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের চ্যানেল ফিচারটি ব্যবহার করতে পারবেন। গত জুন মাসেই এই পরিষেবাটি আনা হয়েছিল। তবে সমস্ত গ্রাহকদের ফোনে এই পরিষেবাটি তখনই দেওয়া হয়নি। নির্দিষ্ট কিছু গ্রাহকদের ফোনে এটি টেস্টিংয়ের জন্য দেওয়া হয়েছিল।

এখনো যদি আপনারা whatsapp এপ্লিকেশন খুলে চ্যানেল সম্পর্কিত কোন আপডেট না পেয়ে থাকেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ এপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আপডেট করে নিন। একবার প্লে স্টোরে আপডেট হয়ে গেলেই আপনারা whatsapp এর চ্যানেল পরিষেবাটি ব্যবহার করতে পারবেন।

কোন চ্যানেলে যুক্ত হলে সেই চ্যানেলের অন্যান্য সদস্যরা আপনার ফোন নম্বর দেখতে পারবে না। এতে করে আপনার ছবি এবং ফোন নম্বর সুরক্ষিত থাকবে। চ্যানেলের এডমিন বা অন্য কোন সদস্যরাও আপনার ব্যক্তিগত তথ্য দেখতে পারবেন না। whatsapp এর কোন চ্যানেলে কোন মেসেজ বা মিডিয়া এলে আপনি তার রিপ্লাই করতে পারবেন না। তবে ইমোজি দিয়ে আপনি আপনার ভাব প্রকাশ করতে পারবেন।

Scroll to Top