ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগে এই দেশে নিষিদ্ধ হলো ChatGpt !

নিউ ইয়র্ক টাইমসের একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগে ChatGpt এর উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইতালি দেশ।

Chatgpt নিয়ে দুনিয়া জুড়ে চলছে হইচই। গল্প, প্রবন্ধ, প্রজেক্ট লেখা থেকে শুরু করে কোডিং, অ্যাপ তৈরি, ছবি এডিট করা, কমান্ডের মাধ্যমে নতুন ছবি তৈরি করা ইত্যাদি বহু কাজ খুব সহজেই তৈরি করে ফেলা যায় এটির মাধ্যমে।

তবে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করা হচ্ছে, এই অভিযোগ জানিয়ে ইতালিতে এই চ্যাট বট এর ব্যবহার বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এবার থেকে ইটালির জনগন এই চ্যাট বটটি ব্যবহার করতে পারবে না।

ইলন মাস্কের আর্থিক সহায়তায় গত নভেম্বর মাসে আত্মপ্রকাশ করে chatGpt। ওপেন AI সংস্থার পক্ষ থেকে জানানো যায় যে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে একটি আধুনিক সফটওয়্যার তৈরি করে ফেলেছে, যেটির মাধ্যমে সাধারণ মানুষের প্রয়োজনীয় তথ্য খোঁজার কাজ অত্যন্ত সহজ হয়ে যাবে।

রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে এই চ্যাট বট। তবে নিউইয়র্ক টাইমস এর পক্ষ থেকে জানানো যাচ্ছে যে ভালো পরিষেবা দিলেও ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করছে এই সংস্থা ।তাদের মতে তথ্য চুরি করার এই বিষয়টি নতুন নয়, আগে থেকেই বিভিন্ন অনলাইন সংস্থাগুলি গ্রাহকদের তথ্য চুরি করছে। গত বছর ২০ মার্চ তথ্য চুরির ব্যাপারটি স্বীকার করেছিলেন OPENAI সংস্থার CEO স্যাম অল্টম্যান।

আপাতত আগামী কুড়ি দিনের জন্য এই সংস্থাকে ব্লক রাখা হয়েছে ইতালি দেশে। কুড়ি দিনের মধ্যে এই সংস্থাকে তাদের বক্তব্য ক্লিয়ার করতে হবে ইতালি সরকারের কাছে। ইতালি সরকার যদি খুশি হয় তাহলে তারপরই দেশে চালু হতে পারে CHATGPT না হলে পার্মানেন্ট ব্যান থেকে যাবে CHATGPT !

এই চ্যাট বটের কারণে ইতিমধ্যে বহু কর্মচারীরা কর্মক্ষেত্রে তাদের চাকরি হারিয়েছেন এবং ভবিষ্যতেও বহু মানুষের চাকরি হারাবার আশঙ্কা করার হচ্ছে।

Scroll to Top