সহজ কিছু টিপস মেনে খুব সহজেই আপনার ইনস্টাগ্রাম রিল ভাইরাল করুন!

বর্তমানে সোশ্যাল মিডিয়া সাইট গুলির মধ্যে অন্যতম একটি সাইট হল instagram , সারা পৃথিবীর কয়েক কোটি মানুষ এই অ্যাপটি ব্যবহার করেন। ভারতেও এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা নিহাত কম নয়। ইনস্টাগ্রাম এর মাধ্যমে খুব সহজে বিপুল সংখ্যক ফলোয়ার অর্জন করা যায়।

instagram এ বিখ্যাত হওয়ার অন্যতম একটি উপায় হল নিয়মিত রিল ভিডিও আপলোড করা। তবে অনেক সময় দেখা যায় বহু মানুষ নিয়মিত রিল ভিডিও আপলোড করলেও তা খুব সামান্য কিছু মানুষের নজরেই পড়ে। ফলে তার প্রোফাইলের গ্রোথ সে রকম ভাবে হয় না।

তবে আজকে এমন কিছু টিপস আপনাদের দেবো যে গুলির মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের পোস্ট করার রিল ভাইরাল করতে পারবেন এবং খুব সহজেই হাজার হাজার ফলোয়ার পাবেন।

১. যতটা সম্ভব নিজের কনটেন্ট বজায় রাখার চেষ্টা করুন। অন্য কারো ভিডিও কপি করে যদি আপনি রিল হিসেবে পোস্ট করেন তবে সে ক্ষেত্রে সব সময় ভাইরাল হবার চান্স থাকে না। নিজের তৈরি ভিডিও, বা নিজে ক্যামেরার সামনে বানানো ভিডিও পোস্ট করুন।

২. instagram এ রিল অপশন খুললেই নতুন কিছু গান এর রিল দেখা যায়। সম্প্রতিকালে যে গানগুলো ভাইরাল হয় সেই গানগুলো দিয়ে লক্ষ লক্ষ মানুষ ভিডিও বানান। এই ট্রেন্ডিং গানগুলো দিয়ে যদি আপনি রিল বানাতে পারেন তবে খুব সহজেই আপনার ভিডিও বহু মানুষের কাছে পৌঁছে যাবে।

৩. ভিডিও ক্যাপশন দেওয়ার সময় হ্যাশট্যাগ ব্যবহার করুন। হ্যাশট্যাগ আপনারা দুই রকম ভাবে দিতে পারেন। প্রথমত আপনার ভিডিও সম্পর্কিত হ্যাশট্যাগ যতগুলি সম্ভব ক্যাপশনে দিয়ে দেবেন। সর্বোচ্চ ৩০ টি hashtag আপনারা দিতে পারবেন।
এছাড়াও আপনি গুগল থেকে এই সপ্তাহের ট্রেন্ডিং হ্যাসট্যাগগুলি জোগাড় করে দিতে পারবেন। সেগুলির মধ্যে বেছে বেছে ৩০ টি হাশট্যাগ আপনি আপনার ভিডিওর ক্যাপশনে দিয়ে দিতে পারবেন।

৪. ইনস্টাগ্রামে কোন রিল ভিডিও পোস্ট করার সময় নিচের দিকে একটি অপশন থাকে “recommend”, এই অপশনটি আপনি যদি অন করে দেন তবে ইনস্টাগ্রাম নিজেই আপনার ভিডিও বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেবে।

৫. instagram প্রোফাইলে facebook সংযুক্ত রাখুন। কোন রিল শেয়ার করার সময় ফেসবুকে শেয়ার করার একটি অপশন পাওয়া যায়। এইভাবে শেয়ার করলে আপনার ফেসবুকের দর্শকদেরও instagram রিলের ভিউয়ার হিসেবে গোনা হবে।

এছাড়া ভালো কনটেন্ট পোস্ট করা, ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভালো থাকা, সুন্দর পরিপাটি হয়ে ক্যামেরার সামনে আসা সহ বিভিন্ন বিষয়ে একটি Instagram Reel কে ভাইরাল হবার দিকে পৌঁছায়। এই টিপসগুলি মেনে আপনি যে কোন তিনটি ভিডিও পোস্ট করে দেখুন, তিন দিনেই আপনারা তফাৎ বুঝতে পারবেন।

Scroll to Top