ভারতে আসছে Coca-Cola Phone, বুকিং করলে পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে।

লঞ্চ হয়ে গিয়েছে কোকাকোলা মোবাইল। খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে কোকাকোলা ফোন। রিয়েল মি (RealMe) কোম্পানির সাথে জোট বেঁধে এই মোবাইল ভারতে লঞ্চ করা হচ্ছে।Realme 10 Pro 5G মোবাইলের নতুন ব্র্যান্ডিং এর মাধ্যমে ভারতে কোকাকোলা ফোন লঞ্চ করতে চলেছে চীনের একটি সংস্থা।

2022 সালের ডিসেম্বর মাসে প্রথম বারের মতো ভারতে লঞ্চ করা হয়েছিল এই মোবাইলটি। ফোনের পিছনে থাকছে কোকাকোলার ব্র্যান্ডিং।

এই মোবাইলে থাকছে 6.72 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। 120 Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে এই স্মার্টফোনে। Snapdragon 695 প্রসেসর সহ 5,000 mAh ব্যাটারি থাকছে এই মোবাইলে।

আগামী ১০ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে এই মোবাইল। দুপুর ১২ টা ৩০ মিনিটে শুরু হবে লঞ্চ ইভেন্ট। খুব সীমিত সংখ্যক মোবাইল বিক্রি করা হবে ওই দিন।

যে কোম্পানির সাথে জোট বেঁধে কোকাকোলা ব্রান্ডের মোবাইল বাজারে আসছে সেই Realme 10 Pro 5G মোবাইলের বুকিং অলরেডি শুরু হয়ে গিয়েছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে আগে থেকে বুকিং করলে সম্পূর্ণ বিনামূল্যে মোবাইল জিতে নেবার সুযোগ থাকবে গ্রাহকদের।

Realme 10 Pro 5G মোবাইলে থাকছে ৮ জিবি রেম এবং ১২৮ জিবি স্টোরেজ। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের ওপর থাকছে ৪.০ ui স্ক্রিন।থাকছে Qualcomm Snapdragon 695 চিপসেট।

১২৮ মেগাপিক্সেল স্যামসাং hm6 সেন্সর এর সাথে 2 মেগাপিক্সেল dept সেন্সর থাকছে। ফ্রন্ট ক্যামেরা থাকবে ১৬ মেগাপিক্সেলের।

realme কোম্পানির এই মোবাইলটিতে রয়েছে পাঁচ হাজার মেগা অ্যাম্পিয়ার ব্যাটারী। 33 ওয়াট ফাস্ট চার্জ0সাপোর্ট পাওয়া যাবে এই মোবাইলে। এ ছাড়া থাকছে ডুয়াল সিমের সুবিধা।

Realme 10 Pro 5G Coca-Cola Edition এর বাজার মূল্য কত হতে পারে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোম্পানির তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে ধারণা করা যাচ্ছে যে , যেহেতু অনেক রকম ফিচার রয়েছে এই মোবাইলে, সেক্ষেত্রে দামও তুলনামূলকভাবে বেশি হতে পারে।

Scroll to Top