‘অমৃত ভারত’ প্রকল্পের আওতায় আসা এই ৯৫ টি রেলষ্টেশন নতুন ভাবে সেজে উঠবে! মিলবে অনেক নতুন নতুন সুবিধা! জানুন বিশদে।

যত দিন যাচ্ছে, ততই বেশি আধুনিক হয়ে উঠছে ভারতীয় রেল পরিষেবা। বাড়ানো হচ্ছে ট্রেন ও ষ্টেশনের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে যাত্রী সংখ্যাও! এর সাথেই রেল পরিষেবাও উন্নত করা হচ্ছে ধীরে ধীরে। এবার সেই ব্যবস্থাতে যোগ হলো ‘অমৃত ভারত প্রকল্প’। কি এই প্রকল্প? আসুন জানা যাক।
রেল ষ্টেশনকে অত্যাধুনিক করে তোলার লক্ষ্যে অমৃত ভারত প্রকল্পের মতো সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। সেখানে যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং সুবিধার দিকের কথা মাথায় রাখা হচ্ছে। কী কী থাকতে চলেছে এই প্রকল্পের জন্য? থাকবে ফুড কোর্ট, বাচ্চাদের খেলার জায়গা, শপিং মল ইত্যাদি। উল্লেখ্য, এরকম ৪০০ টি ষ্টেশনকে ‘রি-ডেভেলপড’ করার কর্মসূচি ইতিমধ্যেই গৃহীত হয়েছে রেলের তরফে।


৪০০ টি ষ্টেশনের জন্য মোট ১ লক্ষ কোটি টাকার বাজেট ধরেছে সরকার। ৪০০ টি স্টেশনের মধ্যে বাংলার ভাগেই পড়েছে ৯৫ টি। চলুন আপনাদের সেই ষ্টেশনগুলোর বিষয়ে বিস্তারে বলা যাক। নিচে সেই সমস্ত ষ্টেশনের মধ্যে কয়েকটির তালিকা তুলে ধরা হলো-
i) বর্ধমান
ii) রামপুরহাট
iii) বোলপুর শান্তিনিকেতন
iv) নবদ্বীপ ধাম
v) কাটোয়া
vi) খাগড়াঘাট


এছাড়াও রয়েছে আরো ষ্টেশনের নাম। জায়গায় অভাবে সেগুলি তুলে ধরা গেলোনা।
সরকারের এই পদক্ষেপে সবাই খুশি তবে অবশ্যই মিশ্র প্রতিক্রিয়াও আছে। তবে এই প্রকল্প কার্যকরী হলে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে বলেই ধরা হচ্ছে। এখন শুধুই সময়ের অপেক্ষা। এই তালিকায় থাকা স্টেশনগুলিকে সর্ব সুবিধাযুক্ত গড়ে তোলা হবে। স্টেশনগুলিকে ৭৬০ থেকে ৮১০ মিলিমিটার পর্যন্ত উঁচু করা হবে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ। এর সঙ্গে স্টেশন সংলগ্ন এলাকাগুলিকেও উন্নত করা হবে। স্টেশনের সঙ্গে যোগাযোগকারী রাস্তাগুলিকেও প্রয়োজনে চওড়া করা হবে। সেখানে যাতে অবৈধ দখলদাররা না থাকে সেটা দেখা হবে। অবৈধ দখলদারদের সরাতে সবরকম উদ্যোগ নেওয়া হবে।


স্টেশন সংলগ্ন এলাকায় বাজারের সুবিধাও গড়ে তোলা হবে। তবে সেই বাজারগুলি যাতে পরিচ্ছন্ন থাকে তার উপর জোর দেওয়া হবে। অন্যদিকে প্রতীক্ষালয়গুলিতে পণ্য বিক্রির জন্য নির্দিষ্ট কাউন্টারও থাকবে। সেই সঙ্গেই সেই প্রতীক্ষালয় সংলগ্ন এলাকাগুলিতে ক্যাফে থাকবে। প্লাটফর্মজুড়ে হকারদের দাপট কমিয়ে সেটিকে একটি নির্দিষ্ট জায়গায় আনা হবে। স্টেশন চত্বরে পার্কিংয়ের উন্নত ব্যবস্থা গড়ে তোলা হবে। বিশেষভাবে সক্ষম, মহিলা ও বয়স্কদের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা থাকবে স্টেশনে। স্টেশন ও সংলগ্ন এলাকায় আলোর পর্যাপ্ত ব্যবস্থা করা হবে। স্টেশনের কোথায় কী থাকবে তার দিক নির্দেশ করা থাকবে।

Scroll to Top