• Please enable News ticker from the theme option Panel to display Post

চুলের যত্নে অ্যালোভেরা কতটা কার্যকরী জানেন কি?

চুলের যত্নে অ্যালোভেরা কতটা কার্যকরী জানেন কি?

অ্যালোভেরা হলো প্রধানত একটি ‘সাকুল্যান্ট’ (Succulent) প্রজাতির গাছ যা খুব কম যত্নে বেড়ে ওঠে। এমনকি প্রতিদিন জল দেবারও প্রয়োজন নেই। গাছটি নিজের অপেক্ষাকৃত মোটা ডাল বা পাতায় জল মজুত রাখে। কোথাও কেটে বা ছড়ে গেলে অ্যালোভেরার পাতা একটু ছিঁড়ে ভেতরের বেরিয়ে আসা জেল সেই কাটা জায়গাতে লাগালে খুব তাড়াতাড়ি ক্ষতস্থান সেরে যায়। এছাড়াও অনেক ত্বকের যত্ন নেওয়া যায় এই জেল দিয়ে। অ্যালোভেরা হলো গুনে ভরপুর একটি গাছ যা ত্বক, চুল ইত্যাদির যত্নে এবং অনেক ঔষধিগুনে ভরপুর। চুলের যত্নে অ্যালোভেরা জেল (Alovera Gel) কিভাবে কাজে লাগাবেন সেই খোঁজ দেবো আজ।
চুলের যত্নে সবথেকে সহজ হলো অ্যালোভেরার জেল (Alovera Gel) মাথায় সরাসরি লাগালে। অ্যালোভেরার জেল (Alovera Gel) দোকানে বা ওষুধের দোকানে কিনতে পাওয়া যায় নয়তো অ্যালোভেরার পাতা থেকে সরাসরি চামচের মাধ্যমে জেল সংগ্রহ করতে পারেন। এই জেলটি থকথকে তরলের মতো।


মাথার স্ক্যাল্পে (Scalp) এই জেল দুই হাতের তালুতে নিয়ে ঘষলে মাথার স্ক্যাল্পের (Scalp) সব ফলিকলের (Follicles) মধ্যে এর গুন প্রবেশ করে ও শুস্ক চুলে (Dry Hair) নতুন প্রাণ আসে। চুলের গোড়ায় ভালোভাবে মালিশ করার পরে কোনো হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এরপর দেখুন ম্যাজিক!
‘সেবারোহেইক ডার্মাটিটিস’ (Seborrheic Dermatitis) হলো চুলের একটি অবস্থা যাতে চুলে খুশকির (Dandruff) উপদ্রব দেখা দেয়। আপনার চুলের নিচ ফেটে যেতে পারে। অ্যালোভেরার জেল ব্যবহার করলে আপনার এই খুশকি ও চুলের ফেটে যাওয়ার সমস্যা দূর হবে।


শুধু শুস্ক চুল না, তৈলাক্ত চুলেও (Oily Hair) এই জেলের গুরুত্ব অপরিসীম। এই জেল নিয়মিত ব্যবহার করলে আপনার তৈলাক্ত চুলের গোড়ায় থাকা অতিরিক্ত তেল দূর হয় ও চুল নরম, ঝলমলে ও উজ্জ্বল হয়। অ্যালোভেরাতে ভিটামিন এ, সি এবং ই (Vitamin A,C and E) আছে। এছাড়াও ভিটামিন বি১২ এবং ফলিক এসিড (Vitamin B12 and Folic Acid) বর্তমান। এই ভিটামিনের প্রভাবে চুলপড়া (Hairfall) কমে, নতুন চুল গজায় (Hair growth) ও বৃদ্ধি হয় চুলের।
তবে অ্যালোভেরার অনেক গুন থাকা সত্ত্বেও যদি আপনার চুলের গোড়া হয় স্পর্শকাতর (Sensitive) তাহলে ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই এই জেল ব্যবহার করবেন না তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে।

Image Credit: Pexels

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *