বিশ্বের প্রথম উড়ন্ত বাইকের বুকিং শুরু; কত দাম, কেমন দেখতে – এসব জানেন?

ধরুন আপনি রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছেন, হঠাৎ প্রচন্ড জ্যামের মধ্যে আটকে গেলেন। পাশাপাশি, সামনে যাওয়ার কোন জায়গায় জায়গা নেই। কিন্তু উপরে আকাশ তো ফাঁকা, মোটরসাইকেলের দুটো ডানা বেরিয়ে যদি আকাশ পথে উড়ে চলে যেতে পারেন ?

না, স্বপ্ন নয়। বাস্তবে এমন বাইক আবিষ্কার (Flying bike invention) হয়ে গেছে এবং আপনি চাইলে এই বাইক কিনতেও পারবেন। সম্প্রতি ফ্লায়িং বাইকের বুকিং(Flying bike booking) নেওয়া শুরু হয়ে গেছে।

আমেরিকার বিমান সংস্থা জেটপ্যাক বিশ্বের প্রথম উড়ন্ত বাইক এর জন্য বুকিং নেওয়া শুরু করেছে। বাইকটিতে মোট আটটি শক্তিশালী জেট ইঞ্জিন(Jet engine) ব্যবহার করা হয়েছে। ৩০ মিনিটের মধ্যে এই ইঞ্জিন ব্যবহার করে আপনি 96 km পাড়ি দেওয়ার ক্ষমতা রাখতে পারবেন।

Flying Bike: কেমন এটির Design?


ফ্লাইং বাইক এর আসল ডিজাইনের চারটি জেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। চূড়ান্ত ডিজাইনে আটটি জেট ইঞ্জিন ব্যবহার করা হবে। ১৩৬ কেজি পর্যন্ত আরোহীকে নিয়ে যেতে পারবে এই বাইক। এরই সাথে ২৫০ কেজি পর্যন্ত ওজন বইতে পারবে বিশ্বের প্রথম ফ্লায়িং বাইক।

Flying Bike

Worlds First Flying Bike Speed:

বিশ্বের প্রথম এই উড়ন্ত বাইকের সর্বোচ্চ গতিবেগ হবে ৮০০ কিমি প্রতি ঘণ্টা। বাতাসে ২৫০ মাইল প্রতি ঘন্টায় উঠতে পারবে এই বাইক।

কত উচ্চতায় যেতে পারবে এই বাইক?

বাইক কোম্পানির দাবি অনুযায়ী প্রায় 16 হাজার ফুট উচ্চতায় যেতে পারবে এই বাইক। তবে এই উচ্চতায় গেলে জ্বালানি শেষ হয়ে যাবে এবং আরোহীকে মাটিতে ফিরতে প্যারাসুটের সাহায্য নিতে হতে পারে।

Worlds First Flying Bike: কিভাবে কন্ট্রোল করবেন?

বাইকের হ্যান্ড গ্রিপ এ থাকা বোতামের মাধ্যমে বাইকটি নিয়ন্ত্রণ করা হবে। কন্ট্রোল সিস্টেম অনেকটা ভিডিও গেমের(Video game) মত হবে। টেক অফ এবং ল্যান্ডের জন্য আলাদা বোতাম রয়েছে এই বাইকে।

Worlds First Flying Bike: এই ফ্লাইং বাইকের মূল্য কত ?

প্রস্তুতকারীর সংখ্যা সংস্থা এই বাইকের বুকিং নেওয়া শুরু করেছে। বাইকটির প্রাথমিক মূল্য ৩.১৫ কোটি টাকা। আগামী দুই তিন বছরের মধ্যে বাজারে লঞ্চ হতে পারে এই বাইকটি।

­এই বাইকটি বাজারে লঞ্চ হলে গতি সম্পর্কে ধারণাই বদলে যাবে মানুষের। অদূর ভবিষ্যতে হয়তো কোনো বাইক রেসাররা কোনো বিমানের সাথে রেস করবেন আকাশ পথে।

Scroll to Top