অল্প বয়সেই চুলে পাক? সুরাহা আছে আপনার হাতের নাগালের লবঙ্গতেই! জেনে নিন।

রান্নাঘরে মশলা হিসেবে লবঙ্গ সবার বাড়িতেই থাকে। লবঙ্গের যে অনেক গুনাগুন সেটাও সবার জানা। লবঙ্গ তেল দাঁতের জন্য খুবই ভালো ঔষধ। কিন্তু আপনি জানেন কি যে লবঙ্গের এই তেল চুলের জন্যও ভীষণ উপকারী? খুশকি থেকে শুরু করে চুল পড়ে যাওয়া এমনকি অকালপক্কতাতেও লবঙ্গের এই তেল খুবই উপকারী। কিভাবে? আসুন জেনে নিই।


এখন প্রায় সমস্ত বাড়িতে বিশেষ করে মেয়েদের মধ্যে চুলের সমস্যা ভীষণ সাধারণ একটি বিষয়। কেউ কেউ ভোগেন চুলের রুক্ষতা নিয়ে, কেউ ভোগেন খুশকিতে, কেউ ভোগেন চুল ঝরে যাওয়ার সমস্যায় আবার কেউ ভোগেন কম বয়সেই চুলের পেকে যাওয়ার সমস্যাতে। এসব সমস্যা থেকে মুক্তি পেতে অনেকে অনেক রকম প্রসাধনী দ্রব্য ব্যবহার করেন ব্যয়বহুল হলেও। কিন্তু সম্পূর্ণ লাভ কিছুতেই পাওয়া যায়না। এসবের সুরাহা আছে লবঙ্গ তেলের মধ্যে কারণ লবঙ্গ অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর একটি মশলা যা চুলের গোড়ায় পুষ্টি যোগায় ও গোড়া মজবুত করে। লবঙ্গ তেল চুলের গোড়ায় দিলে রক্ত সঞ্চালন ভালো হয়। লবঙ্গ তেলে আছে ভিটামিন K, যা চুলের বৃদ্ধি করে ও চুল করে তোলে স্বাস্থ্যজ্জ্বল!


কিভাবে বানাবেন এই উপকারী লবঙ্গের তেল? প্রণালী নিচে দেওয়া হলো-
১. একটি বাটিতে চার-পাঁচ কাপ জল নিন ও ফোটান।


২. ফুটন্ত জলে এবার কয়েকটি লবঙ্গ এবং কয়েকটি কারিপাতা ফেলে দিন।


৩. এবার আবার ফুটে উঠলে গ্যাস বন্ধ করুন।


৪. আপনার লবঙ্গ তেল তৈরি। ঠান্ডা করে কোনো শিশিতে ঢেলে ফ্রিজে রাখুন দীর্ঘদিন ভালো রাখতে।
এই তেলে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিসেপ্টিক গুন ও আছে তাই এই তেল মাথায় দিলে খুশকিও কমবে। কারিপাতা বিটা ক্যারোটিনসমৃদ্ধ যা চুল ঝরা কমাবে। সপ্তাহে অন্তত দুই বা তিনদিন মালিশ করলে চুলের পেকে যাওয়া কমবে ও চুলের রুক্ষতাও দূর হবে।
এখনো কি ভাবছেন? দামি দামি প্রসাধনী সরিয়ে ফেলে এবার বাড়িতে থাকা লবঙ্গ দিয়ে বানিয়ে ফেলুন লবঙ্গ তেল ও চুলের যত্নে কাজে লাগান।

Scroll to Top