ভুলে যান Bluetooth, আসছে ডাটা ট্রান্সফারের নতুন প্রযুক্তি।

android স্মার্টফোনগুলি আসার আগে যে কোন রকম ফাইল শেয়ার করার জন্য মোবাইল ব্যবহারকারীদের ব্লুটুথ এর উপরে নির্ভর করতে হতো। তবে সে সময় বেশিরভাগ মোবাইলে ব্লুটুথ ছিল না বললেই চলে। যে সমস্ত মোবাইলে ব্লুটুথ ছিল, তাদের সেটাই ছিল একমাত্র ফাইল ট্রান্সফারের উপায়। এরপর ধীরে ধীরে অ্যান্ড্রয়েড ডিভাইস এল, ইউএসবি ডাটা কেবল ইত্যাদি আসার পর ডাটা ট্রান্সফার করা আগের থেকে অনেকটাই সহজ হয়ে গেল। পাশাপাশি ডাটা ট্রান্সফার করার বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন আসার পর থেকে আরও সুবিধা হল গ্রাহকদের।

ল্যাপটপ স্মার্টওয়াচ এবং স্মার্টফোনের মধ্যে ব্যক্তিগত ডাটা ট্রান্সফারের জন্য যে সমস্ত প্রযুক্তি ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় পদ্ধতি হলো ব্লুটুথ। তবে বড় বড় ব্র্যান্ড গুলি যেমন স্যামসাং বা আপেল এর মোবাইলগুলিতে ডাটা ট্রান্সফার করার জন্য রয়েছে আলাদা অ্যাপ্লিকেশন।

তবে আপনারা জেনে অবাক হবেন যে, আল্ট্রা ওয়াইড ব্যান্ড একটি নতুন প্রযুক্তি, যেটিতে এসবের ওপর নির্ভর করার কোনরকম প্রয়োজন নেই। এই প্রযুক্তির মাধ্যমে কাছাকাছি দূরত্বে থাকা দুটি ডিভাইসের মধ্যে দুর্দান্ত গতিতে ডাটা ট্রান্সফার করা যাবে। গুগলের বিভিন্ন ডিভাইস গুলিতে বর্তমানে এই প্রযুক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামনের দিনে যে সমস্ত ক্রোম বুকগুলি লঞ্চ হবে সেগুলিতে ব্লুটুথ মডিউল থাকছেই না। এমনটাই খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্রে।

আল্ট্রা ওয়াইড ব্যান্ড প্রযুক্তি নিয়ে অনেকদিন ধরেই গবেষণা করা হচ্ছে। জেন্ডার বা শেয়ারইট অ্যাপ ব্যবহার করার সময় যেমন দুটি মোবাইল কাছাকাছি দূরত্ব থাকতে হতো, এই প্রযুক্তিও অনেকটা তেমনভাবেই কাজ করবে। এক্ষেত্রেও যে দুটি ডিভাইসের মধ্যে ডাটা ট্রান্সফার করা হবে সেই দুটি ডিভাইস রাখতে হবে অল্প দূরত্বে। বড় বড় ফাইলও নিমেষের মধ্যে শেয়ার করে ফেলা যাবে এই প্রযুক্তির মাধ্যমে। সামনের দিনগুলিতে গুগলের ডিভাইসগুলি ছাড়াও নরমাল অ্যান্ড্রয়েড মোবাইলগুলিতেও এই পরিষেবা আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *