দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের মাল্টি অ্যাকাউন্ট লগ ইন ফিচারটির জন্য অপেক্ষা করে আসছিলেন। বহুদিন ধরেই এই ফিচারটি পরীক্ষাধীন পর্যায়ে ছিল। প্রাথমিকভাবে হোয়াটসঅ্যাপের অল্প কিছু ব্যবহারকারী এই ফিচারটি ব্যবহার করতে পারছিলেন শুধুমাত্র পরীক্ষার খাতিরে। এখন সামান্য কিছু অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের দের জন্য এই নতুন ফিচারটি উপলব্ধ হয়েছে।
আমাদের অনেকের ফোনেই একাধিক নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা আছে। এক্ষেত্রে বেশিরভাগই একসাথে হোয়াটসঅ্যাপে দুটি ভার্সন ব্যবহার করে থাকেন, কারণ হোয়াটসঅ্যাপে লগ আউটের কোন অপশন নেই। একসাথে একাধিক অ্যাপ্লিকেশন রাখার জন্য মোবাইলের স্টোরেজ নিয়েও সমস্যা হয়। এই সমস্যা মেটানোর জন্য এবার whatsapp নতুন এই ফিচারটি লঞ্চ করেছে। এখানে একটি ফোনেই একটি whatsapp অ্যাপ্লিকেশনেই একাধিক নম্বর দিয়ে লগইন করা যাবে।
এবার থেকে আপনারা whatsapp এর ডিফল্ট অ্যাকাউন্টের সাথে অন্য নম্বর সংযুক্ত অ্যাকাউন্ট যুক্ত করে রাখতে পারবেন এবং ইচ্ছেমতো সেখানে সুইচ করতে পারবেন। ঠিক যেমন টেলিগ্রাম বা ফেসবুকে আমরা একটি প্রোফাইল থেকে খুব দ্রুত অন্য প্রোফাইলে চলে যেতে পারি, হোয়াটসঅ্যাপেও আসতে চলেছে সেই একই ফিচার।
কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ সংস্থা একটি পোষ্টের মাধ্যমে বিটা টেস্টারদের জন্য মাল্টিপল একাউন্ট লগ ইন ফিচারটি উপলব্ধ হবার বিষয়টি সম্পর্কে জানিয়েছিল। আপাতত নির্বাচিত কিছু ব্যবহারকারীর কাছে এই ফিচারটি পৌঁছেছে, তবে আর কিছুদিনের মধ্যেই সমস্ত whatsapp গ্রাহকরা নতুন এই ফিচারটি ব্যবহার করতে পারবেন।
এটি ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে সেটিং অপশনে যেতে হবে। নাম ও এবাউট এর পাশে একটি কিউআর কোড বাটন থাকবে, তার পাশের ডাউন অ্যারো অপশনে ক্লিক করতে হবে। এখানে ডিফল্ট অ্যাকাউন্ট ডিটেলসের ঠিক নিচে ‘অ্যাড অ্যাকাউন্ট’ (Add Account) অপশনটি পাবেন। এখানে ক্লিক করে আপনি আপনার হোয়াটসঅ্যাপে অন্য নম্বর এড করে নিতে পারবেন।