ভারতের কোন স্টেশনে কোন খাবার জনপ্রিয় জানেন? রইলো আমাদের তিলোত্তমা সহ বাকি আরো সাতটি খাবারের খোঁজ।

ভারতবর্ষ নানা জাতি ও ভাষার দেশ। প্রতিটি রাজ্যের প্রতিটি অঞ্চলে জনপ্রিয় খাবার ছড়িয়ে আছে। এমনকি স্টেশনগুলোতেও জনপ্রিয় খাবার পাওয়া যায়। আপনি কি জানেন কোন রাজ্যের কোন স্টেশনে কোন খাবার জনপ্রিয়? জানেন না নিশ্চয়ই! তাহলে জেনে নিন খোদ তিলোত্তমা কলকাতা সহ দেশের আরো সাতটি স্টেশনের খাবারের বিষয়ে।

দেশের সংস্কৃতি অনুযায়ী স্টেশনগুলিতেও পাওয়া যায় জনপ্রিয় সব খাবার। যেমন:

১) রতলাম স্টেশনে সেরা পোহা। সঙ্গে এক কাপ চা নেওয়া মাস্ট।

২) আজমেঢ় স্টেশনের কড়ি কচুরি খুবই বিখ্যাত।

৩) গুয়াহাটি স্টেশনে লাল চা বিখ্যাত।

৪) হাওড়া স্টেশনের চিকেন কাটলেট বহু মানুষের ফেভারিট।

৫) চারবাগ স্টেশনে মেলে লখনউ বিরিয়ানি।

৬) টুন্ডলা স্টেশনে আলু টিক্কি খেলে মন ভাল হয়ে যাবে।

৭) মুম্বইয়ের কারজাত স্টেশনের বড়া পাও ও চাটনি বিখ্যাত।

এসব স্টেশনে কোনো না কোনো সময় ঠিকই বেড়াতে যাবেন আপনিও। অবশ্যই ট্রাই করবেন। আরো বিস্তারিত তথ্যের জন্য স্টেশনের কোনো স্টাফ অথবা কোনো অধিবাসীর থেকেও খোঁজ নিতে পারেন এবং পেতে পারেন ভারতের বিভিন্ন খাবারের স্বাদ।

শুধু এই সাতটি রাজ্যই নয়, দেশজুড়ে ছড়িয়ে থাকা অন্যান্য রাজ্যেও আপনাকে যেতেই হবে বিখ্যাত এবং সুস্বাদু খাবারের স্বাদ পেতে হলে।

Scroll to Top