• Please enable News ticker from the theme option Panel to display Post

রেকর্ড ভাঙল ‘পাঠান’, রাজার ছবির রাজকীয় সাফল্যে উচ্ছ্বসিত ভক্তকুল

রেকর্ড ভাঙল ‘পাঠান’, রাজার ছবির রাজকীয় সাফল্যে উচ্ছ্বসিত ভক্তকুল

বলিউডের ‘বাদশা’ তিনি। তাঁকে ভিত বলা চলে। এখনও বলিউড সাম্রাজ্য দাঁড়িয়ে আছে তাঁর কাঁধে ভর করে। বছর সাতান্নর ‘যুবক’ শাহরুখ খান (Shah Rukh Khan) এবং তাঁর অনুগামীদের সম্পর্ক একেবারে ‘রব নে বানা দি জোরি’। যদিও, এই ‘রব’, স্বয়ং শাহরুখ নিজেই। তিনিই যেন নিজের ভাগ্য বিধাতা! মাঝে কেটে গেছে প্রায় চার বছর। তাঁকে ছবি জুড়ে দেখা যায়নি অনেকদিন হল। সম্প্রতি ‘পাঠান’ (Pathaan) এর মাধ্যমে নিজের সিংহাসনে পুনরায় বসেছেন ‘কিং’ খান। তিনি অধিষ্ঠান করতেই আলোড়ন খেলে গেছে রাষ্ট্র জুড়ে। শুধু তাই নয়, ঘটে গেছে এক বিরাট চমৎকার। ছবি মুক্তির দুদিনের মধ্যেই করে ফেলেছে প্রায় একশো কোটিরও বেশি ব্যবসা। রাজা পুনরায় তাঁর রাজত্বে ফিরে দেখিয়ে দিয়েছেন, একেই বলে রাজকীয় সুখ!

Pathaan

‘পাঠান’ মুক্তিকে কেন্দ্র করে, অতিমারির সময়ে, যে সকল প্রেক্ষাগৃহগুলি দর্শকের অভাবে বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলিও পুনরুজ্জীবিত হয়ে উঠেছে। ২৫ জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছে । এমনকি সকালের দিকেও এই ছবির মর্নিং শো হচ্ছে। বলা বাহুল্য, সকলের প্রিয় ‘বাজিগর’ এর ছবি দেখার জন্য, তাঁর অনুগামীরা কেউ স্থান কাল পাত্র কেউ বিচার করেন না। কিং খানের ছবির “ফাস্ট দে ফাস্ট শো’ তাঁদের কাছে হাতে চাঁদ পাওয়া। প্রথম দিন প্রথম শোতেই বাজিমাত। একেবারে উপচে পড়েছিল অনুগামীরা ঢল। ‘পাঠান’ মুক্তির প্রথম সকলেই বলিউড সম্রাটের রাজকীয় আমেজ উপভোগ করেছেন তাঁরা। প্রথম দিনে লাভের দিক দিয়ে ৫৫ কোটি পেরিয়ে সকল রেকর্ড ভেঙে দিয়েছে ‘পাঠান’। বলা বাহুল্য, দ্বিতীয় দিনে প্রজাতন্ত্র দিবসের ছুটি এবং বাঙ্গালির সরস্বতী পুজোর আমেজ এই ছবির জন্য একেবারে সোনায় সোহাগা হয়ে উঠেছে। একশো কোটি পেরিয়ে গিয়ে সকল রেকর্ড চুরমার করে দিয়েছে বহু চর্চিত ‘পাঠান’। ছবিটি একশো কোটির চূড়া ছুঁয়ে দেখিয়ে দিয়েছে, রাজার সিংহাসন এখনও সমান ভাবে অপ্রতিরোধ্য। কোনও ছবি এই নজির এখও সৃষ্টি তো দুর, স্পর্শ করার মত দুঃসাহসী হয়ে ওঠেনি।

Shah Rukh Khan

সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand) পরিচালিত, যশ রাজ ফিল্মসের (Yash Raj Films) এই ছবিতে শাহরুখের দোসর দীপিকা পাডুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham)। রয়েছে সালমান খানের (Salman Khan) বিশেষ উপস্থিতি। হিন্দি ভাষার সঙ্গে তামিল এবং তেলেগু ভাষাতেও মুক্তি পেয়েছে এই ছবি। এমনকি বিদেশেও সমান উত্তেজনায় বলিউড সিনেমা প্রেমীরা উপভোগ করছেন ‘পাঠান’ ম্যাজিক! সারা বিশ্বে এই ছবির লাভের সংগ্রহে সঞ্চিত হয়েছে দুশো কোটি টাকা। সকল বিতর্ককে বুড়ো আঙ্গুল দেখিয়ে, নিজেকে অদ্বিতীয় প্রমাণ করল ‘পাঠান’।

Pathaan
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *