রিলায়েন্স জিও (Relience Jio) কোম্পানিরএকটি অন্যতম গ্যাজেট হলো JioFi (জিওফাই)
(Jioi), যা একধরনের পোর্টেবল ব্রডব্যান্ড ডিভাইস (Portable Broadband Device)। ব্যবহারকারীরা যাতে জিও 4G ইন্টারনেট পরিষেবা উচ্চ গতিতে ব্যবহার করতে পারেন, সেজন্য রিলায়েন্স জিও (Relience Jio) এই ধরনের গ্যাজেট বাজারে এনেছে। গ্যাজেটি হটস্পট সেট আপ করার অপশন পাবেন। তবে জিওফাইয়ে Jio সিম ছাড়া অন্য কোন সিম কাজ করবে না। প্রসঙ্গত জানিয়ে রাখি, জিওফাইয়ে নিয়মিত ডেটা ব্যাবহার করতে হলে, Jio নম্বরে রিচার্জ করতে হবে। তবে পূর্বের তুলনায় এই গ্যাজেটটির চাহিদা অনেকটাই কমে গেছে। যে কারণে এবারে জিও ফাইয়ের চাহিদা বৃদ্ধির জন্য কোম্পানি বড় সর পদক্ষেপ নিলো। ক্রেতাদের জন্য নিয়ে আসলো নতুন অফার। এই প্রতিবেদনে সেই অফার সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
Jiofi কিনলে পেয়ে যাবেন 50% ক্যাশব্যাক অফার
দেশের এক নম্বর টেলিকম সংস্থা রিলায়েন্স জিও নিয়ে আসলো দুর্দান্ত ক্যাশব্যাক অফার(Cashback Offer)। এখন জিও ফাই(Jiofi) কিনলে পেয়ে যাবেন ৫০ % পর্যন্ত ছাড়। জিও ওয়াইফাই ডিভাইসটির বাজার মূল্য(Market Price) ২৮০০ টাকা। তবে আপনি এটি কিনলে পেয়ে যাবেন ১৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক(Cashback)। অর্থাৎ আপনি ২৮০০ টাকার ডিভাইস পেয়ে যাবেন ১৩০০ টাকায়। গ্রাহকেরা এই ক্যাশব্যাক পরবর্তীতে জিও ফাই রিচার্জের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন।
কোথাও পাবেন JioFi
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, জিওফাই ডিভাইসটি স্থানীয় জিও রিটেল দোকান(Jio Retail Shop) থেকে কিনতে করতে পারবেন বা জিও অফিসিয়াল ওয়েসবাইটে বা মোবাইল অ্যাপ থেকেও ডিভাইসটি অর্ডার করতে হবে। গুগলে সার্চ করে স্থানীয় জিও রিটেল দোকান খুঁজে নিতে পারেন।JioFi ফাই ডিভাইসটি কি
JioFi ফাই ডিভাইসটি কী
জিওফাই একটি ওয়াইফাই হটস্পট ডিভাইস, যা রিলায়েন্স জিও-র 4G নেটওয়ার্কে চলে। ডিভাইসের ভিতরে থাকে একটি জিও সিম। মোবাইল সিমের মতোই জিওফাইয়েও রিচার্জ করতে হয়। রিচার্জ করলে তবেই আপনি ডেটা ব্যাবহার করতে পারবেন। 4G volte যুগে জিওফাই এর চাহিদা তুঙ্গে ছিল। তবে এখন সেভাবে এই ডিভাইসটি আর কেও ব্যাবহার করেন। কেননা এখন স্মার্টফোন থেকেই সরাসরি ওয়াইফাই হটস্পট ব্যাবহার করে নেট ঘাটা যায়। তবে আপনি যদি কোথাও ঘুরতে যান, সে ক্ষেত্রে ডিভাইসটি আপনার খুবই কাজে আসবে। গ্যাজেটটি আকারে খুব ছোট, যা আপনি পকেটে নিয়েও ঘোরাফেরা করা যেতে পারবেন। জিওফাই ব্যাটারি যুক্ত, যা আপনাকে চার্জ দিয়ে ব্যাবহার করতে হবে। বহুদিন আগেই জিওফাই মার্কেটে এলেও, আজ আর এই ডিভাইসের চাহিদা সেভাবে নেই। যে কারণে ক্রেতাদের জিওফাইয় কেনার প্রতি আকৃষ্ট করতে রিলায়েন্স জিও এই দুর্দান্ত ক্যাশব্যাক অফারটি(Cashback Offer) আনলো।