স্মার্টফোন দুনিয়ায় অন্যতম টেক জয়েন্ট সংস্থা বলল হনোর (Honor)। জানা যাচ্ছে, এই সংস্থা চলতি মাসেই লঞ্চ করবে নতুন স্মার্টফোন (New Smartphone)। তথ্য অনুযায়ী, হনোরের নতুন এই স্মার্টফোনটি ৮০ সিজিরে (Honor 80 Series Smartphone) অধীন। তবে এই সিরিজের অধীনে কোন কোন স্মার্টফোন বাজারে লঞ্চ হবে তা প্রকাশ করা হয়নি। মনে করা হচ্ছে চলতি মাসে হনোর ৮০ এসই ৫জি, হনোর ৮০ ৫জি (HONOR 80 5G) এবং হনোর ৮০ প্রো ৫জি স্মার্টফোনগুলি লঞ্চ হতে পারে। ফোনটিতে রয়েছে দুর্দান্ত ক্যামেরা। আজকের প্রতিবেদনে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য দেব। চলুন হনোরের ৮০ সিরিজের হনোর ৮০ , হনোর ৮০ এসই এবং হনোর ৮০ প্রো-এর স্পেসিফিকেশন (Specification) সম্পর্কে জেনে নিন।
HONOR 80 সিরিজের স্মার্টফোন লঞ্চের তারিখ
একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, চলতি মাসের ২৩ নভেম্বর হনোর ৮০ সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করা হবে। তবে ভারতে নয়, চীনা বাজারে প্রথম এই ফোন লঞ্চ হবে। তারপর ধীরে ধীরে বিশ্বের অন্যান দেশে এই ফোন লঞ্চ করা হবে। প্রসঙ্গত, ভারতীয় বাজারে হনোর ব্র্যান্ডের ফোনগুলি খুব একটা জনপ্রিয় নয়। তাই মনে করা হচ্ছে ভারতীয় বাজারে এই ফোন লঞ্চ নাও করতে পারে এই সংস্থা।
HONOR 80 সিরিজে রয়েছে শক্তিশালী ক্যামেরা ক্যামেরা
সেলফি ও ফটোগ্রাফির যুগে ফোন কিনতে গেলে মানুষ ফোনের ক্যামেরা (Camera) ভালো দেখেই ফোন কেন। সেদিক ভেবে কোম্পানি হনোর ৮০ সিরিজের ফোনগুলিতে শক্তিশালী ক্যামেরা লাগিয়েছে। যদিও অসিফিয়াল ভাবে কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে ক্যামেরা নিয়ে একটি তথ্য ফাঁস হয়েছে। যেখানে বলা হচ্ছে হনোর ৮০ প্রো ৫জি মডেলটিতে F/১.৮ অ্যাপারচার সহ একটি ১৬০-মেগাপিক্সেল প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর লাগানো হয়েছে। অন্যদিকে সেলফির জন্য ফ্রন্ট প্যানেলে রয়েছে ৫০-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
HONOR 80 সিরিজের স্পেসিফিকেশন
ফাঁস হওয়া তথ্য থেকে এই স্মার্টফোনগুলির আরো কিছু ফিচার প্রকাশ পেয়েছে। জানা যাচ্ছে এই সিরিজের বেস মডেল হনোর ৮০ স্মার্টফোনটিতে থাকবে Qualcomm Snapdragon 782G চিপসেট। অন্যদিকে হনোর ৮০ এসই স্মার্টফোনটিতে লাগানো হয়েছে MediaTek Dimensity 1080 চিপসেট। এছাড়া হনোর ৮০ প্রো স্মার্টফোনটি Snapdragon 8+ Gen 1 চিপসেটে সহ লঞ্চ করা হবে বলে জানা যাচ্ছে।