স্কুলশিক্ষকদের চাকরির সমস্ত নথি চেয়ে পাঠালো পর্ষদ!

২০১৬ সালের বিজ্ঞপ্তির পরে, ২০১৮ সালে যে সমস্ত শিক্ষকরা নিয়োগপত্র (Appointment Letter) পেতে যোগ দিয়েছেন চাকরিতে; তাঁদের সকলের তালিকা চাওয়া হলো। এর সাথেই যাঁরা নিয়োগপত্র (Appointment Letter) পাবার পরেও যোগ দেননি, তাঁদেরও তালিকা চেয়ে পাঠানো হয়েছে। এইমুহূর্তে শিক্ষাদপ্তর সূত্রে জানানো হয়েছে যে, প্রাথমিকের শিক্ষকদের ভেরিফিকেশন (Verification) আগেই হয়ে গেছে। এবার মাধ্যমিক স্তরের শিক্ষকদের পালা।


অপরদিকে যেসব শিক্ষক নিয়োগপত্র (Appointment Letter) পাবার পরেও যোগ দেননি চাকরিতে; তাঁদের নাম চেয়ে পাঠাবার সঙ্গে সঙ্গে তাঁদের নাম, রোল নম্বর, মেমো নম্বর, নিয়োগপত্র ও কোন স্কুলের নিয়োগপত্র পাওয়া সত্ত্বেও যোগ দেননি সেসব তথ্য চেয়ে পাঠানো হয়েছে এবং কারণ স্পষ্ট করে জানাতে বলা হয়েছে।


এই বিষয়টি নিয়ে যথারীতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী সোমবারের মধ্যে জানাতে বলা হয়েছে। তবে এই বিজ্ঞপ্তি নিয়ে কিছু বিভ্রান্তিও সৃষ্টি হচ্ছে কারণ ২০১২ সালের পর থেকে একাধিকবার নিয়োগ করা হয়েছে স্কুলগুলোতে তাই কোন বছরের নথি চাওয়া হয়েছে সেই নিয়ে কিছুই স্পষ্টত বোঝা যাচ্ছে না। পর্ষদের বিজ্ঞপ্তিতে আরো একটি কথা বলা আছে যেটি হলো, সিবিআই তদন্তের জন্যই এই তথ্য নিশ্চিত করতে বলা হচ্ছে। পর্ষদ চায় সমস্ত কালিমা দূর করতে ও সেই কাজে যথেষ্ট তৎপর হয়ে উঠেছে।

Scroll to Top