ChatGpt ব্যবহার করে কনটেন্ট রাইটিং কতটা সেফ? ওয়েবসাইট ব্যান হচ্ছে কেন?

সম্প্রতি চর্চায় উঠে এসেছে CHATGPT । প্যারাগ্রাফ লিখে দেওয়া, কোডিং লিখে দেওয়া, ইনস্ট্যান্ট কোন প্রশ্নের উত্তর দেওয়া, কোন বড় আর্টিকেল লিখে দেওয়া ইত্যাদি সমস্ত কাজ এক নিমেষের মধ্যে করে দিচ্ছে CHATGPT। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট দুনিয়ায় নতুন একপ্রকার বিশেষ চর্চা শুরু হয়েছে।

দাবি করা হচ্ছে যে, চ্যাট জিপিটি ব্যবহার করে প্রত্যেকদিন লক্ষাধিক টাকা উপার্জন করার সুযোগ রয়েছে। কিছু কিছু ওয়েবসাইট এবং মিডিয়া দাবি করছে যে CHATGPT দিয়ে প্রতিমাসে লক্ষাধিক টাকা ইনকাম করা যাবে অনায়াসেই।

এখানে ইনকাম করার রাস্তাটি মোটামুটি কনটেন্ট রাইটিং এর ওপর নির্ভর করেই বর্ণনা করা হয়েছে। মোদ্দা কথা হল চ্যাট জিপিটি কে দিয়ে কনটেন্ট লিখিয়ে সেই কন্টেন্ট পোস্ট করে প্রত্যেকদিন বা প্রত্যেক মাসে লক্ষাধিক টাকা উপার্জনের খবর ছড়িয়ে পড়েছে ইন্টারনেট দুনিয়ায়।

ইতিমধ্যে সেই খবর গিলেছেন বহু মানুষ। চ্যাট জিপিটিকে দিয়ে সরাসরি কোন বড় আর্টিকেল লিখিয়ে নিজেদের ওয়েবসাইট ,ব্লগে পোস্ট করে চলেছেন বহু মানুষ। এবং ইন্টারনেটের বেশ কিছু ওয়েবসাইটে দেখা গিয়েছে তারা আর্টিকেল লিখেছে যে, CHATGPT কে দিয়ে আর্টিকেল লেখানোর পর তাদের কিছু কিছু ওয়েবসাইট ব্যান হয়ে গিয়েছে বা এডসেন্স ডিসেবল হয়ে গেছে।

আপনার মনে প্রশ্ন আসতে পারে কেন এরকম হচ্ছে।

ধরুন আপনি সম্প্রতিক কালে ঘটা কোন একটি ঘটনা, যেমন ভূমিকম্প নিয়ে একটি আর্টিকেল চ্যাটজিপিটি কে দিয়ে লেখালেন এবং সেটি আপনার ওয়েবসাইটে পোস্ট করলেন। অন্য কোন একজন ব্যক্তি একই রকম ভাবে ভূমিকম্প নিয়ে চ্যাট জিপিটিকে দিয়ে একটি আর্টিকেল লেখালো এবং তাদের ব্লগে পোস্ট করল। এবার গুগল যখনই দেখতে পাবে যে একই কনটেন্ট দুজনের আলাদা আলাদা ওয়েবসাইটে পাবলিশ হয়েছে , তখন গুগল একজনকে কপিরাইটের আওতায় ফেলে তাদের লেখার এডসেন্স ডিজেবল করে দেবে। কারণ গুগলের কাছে সেই লেখাটি হুবহু অন্য সাইটের থেকে কপি করা।

অনেকে মনে করেন যে চ্যাট জিপিটি কে দিয়ে বহু মানুষ একই রকম লেখা লিখিয়ে পোস্ট করলে অসুবিধা হতে পারে। তাই তারা চ্যাট জিপিটিকে দিয়ে কোন আর্টিকেল লিখিয়ে সেটা নিজেদের মতো মডিফাই করে তারপরে পোস্ট করে। সামান্য কিছু শব্দের অদল বদল, নতুন কিছু শব্দের সংযোজন এবং বিয়োজনের মাধ্যমে আর্টিকেলটা সামান্য পরিবর্তন হয়।

এই পদ্ধতিতে কপিরাইট এর সমস্যা অনেকটা মিটলেও সম্পূর্ণ সেফ নয়। বহু মানুষ আছেন যারা একই কন্টেন্টের ওপর কাজ করে একই রকম ভাবে মডিফাই করছেন এবং সে ক্ষেত্রে গুগল বুঝতে পারবে যে সবগুলি লেখা নির্দিষ্ট একটি জায়গা থেকেই কপি করা হয়েছে এবং বহু মানুষ একই রকম ভাবে সেটিকে মডিফাই করে চলেছেন। ফলস্বরূপ তাদের ওয়েবসাইট বা ব্লগ একাউন্টটি সম্পূর্ণরূপে ব্লক হয়ে যেতে পারে বা তারা তাদের এডসেন্স একাউন্ট হারিয়ে ফেলতে পারেন।

এবার আপনাদের সিদ্ধান্ত যে আপনারা CHATGPT কে দিয়ে লিখিয়ে পোস্ট করে উপার্জন করতে চান? নাকি নিজেরা নিজস্ব ট্যালেন্ট দিয়ে নিজের মতো লিখে এগিয়ে যেতে চান?

Scroll to Top