Instagram থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করবেন কিভাবে? মোবাইলে রাখুন এই অ্যাপ।

সোশ্যাল মিডিয়াগুলির মধ্যে অন্যতম একটি মিডিয়া হলো ইনস্টাগ্রাম। দেশের কয়েক কোটি মানুষ বর্তমানে ইনস্টাগ্রাম ব্যবহার করেন। ছবি, ভিডিও পোস্ট করা, Reels Post করা, স্টোরিতে ছবি, ভিডিও দেওয়া, লাইভ ভিডিও করা, মেসেজিং ইত্যাদি সুবিধা রয়েছে ইনস্টাগ্রামে। রিলস দেখতে দেখতে দেখতে ভালো লাগলে অনেকেই চান সেই ভিডিওটি ডাউনলোড করতে। তাই সহজে Instagram থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করবেন কিভাবে? মোবাইলে রাখুন এই অ্যাপ।

এই অ্যাপটির নাম Infast, মোবাইলে থাকলেই হলো। কোনো রিল ডাউনলোড করার জন্য তার লিংক কপি করা, third party কোথাও পোস্ট করার কোনো ঝামেলা নেই।

রিল কিভাবে ডাউনলোড করবেন দেখুন:

প্রথমে যে ভিডিওটি দেখছেন, তার ডানদিকে নিচে Arrow অপশনে ক্লিক করুন, যেটি আসলে শেয়ার করার জন্য ব্যবহার করা হয়। তারপর এক্সটার্নাল শেয়ার আইকনে ক্লিক করলে মোবাইলে থাকা Sharable সমস্ত অ্যাপগুলো দেখতে পাবেন। এখানে INFAST সিলেক্ট করুন এবং ডাউনলোড অপশনে ক্লিক করুন। রিল দেখতে দেখতেই ডাউনলোড হয়ে যাবে। আলাদা করে এই অ্যাপটি খোলার বা লিংক শেয়ার করার কোনো ঝামেলা নেই।

সম্প্রতি ইনস্টাগ্রাম সরাসরি ভিডিও ডাউনলোড(Direct Video Download Instagram) করার একটি ফিচার এনেছে। ভারতের সমস্ত ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই সুবিধা এখনো পাননি। তবে যারা এই ফিচার ব্যবহার করতে পারছেন, তারা জানিয়েছেন সরাসরি ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে ভিডিওটি সাউন্ড ছাড়া ডাউনলোড হচ্ছে। তাই বিষয়টি এতটাও সুবিধার নয়।

তবে Infast অ্যাপ অপশনে ক্লিক করে ডাউনলোড করলে আপনি ভিডিওটির অরজিনাল কোয়ালিটি সহ এবং অডিও সহ ডাউনলোড করতে পারবেন।

কোনোভাবে যদি অ্যাপ ইনস্টল করতে না পারেন, অথচ ভিডিও ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে একটু খাটনি আছেই। ভিডিওটির লিংক কপি করে Google এ আসতে হবে। সেখানে Instagram Downloader search করে কোনো ওয়েবসাইটে ঢুকে লিংক পেস্ট করে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে।

Scroll to Top