একটু ব্যবহার করলেই গরম হয়ে যায় মোবাইল? কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন?

মোবাইল ফোন গরম হয়ে যাওয়া আমাদের প্রায় প্রত্যেকেরই একটি সমস্যা। কিছুক্ষণ ব্যবহার করার পরেই আমাদের মোবাইল গরম হয়ে যায় এবং ব্যবহার করতেও অসুবিধা হয়। খুব বেশি গরম হয়ে গেলে আবার ফেটে যাওয়ার সম্ভাবনাও থাকে।

জেনে নিন মোবাইল গরম হওয়ার হাত থেকে বাঁচার ৭ টি উপায়।

১. কভার ব্যবহার করুন:

আপনারা যদি আপনার মোবাইলের সাথে একটি কভার ব্যবহার করেন তাহলে এটি আপনার মোবাইলে তাপমাত্রা কমাতে সাহায্য করে।

২. স্ক্রিনের ব্রাইটনেস কমান:

প্রয়োজন ছাড়া মোবাইলের ব্রাইটনেস বাড়াবেন না। মোবাইলের ব্রাইটনেস বাড়ালে এটি দ্রুত ব্যাটারি শেষ করে ফেলে এবং মোবাইল তাড়াতাড়ি গরম হয়ে যায়। এজন্য মোবাইলের ব্রাইটনেস একটি লিমিট রেখে ব্যবহার করুন।

৩. অপ্রয়োজনীয় app বন্ধ করুন:

যে সমস্ত অ্যাপ আপনারা ব্যবহার করেন না, সেই অ্যাপগুলি ব্যাকগ্রাউন্ডে কাজ করে আপনার মোবাইলের ওপর প্রেসার ফেলে এবং মোবাইল গরম হয়ে যায় ।এজন্য যে সমস্ত অ্যাপ আপনারা ব্যবহার করেন না ,সেগুলি পার্মানেন্ট বন্ধ করে দিন বা আনইন্সটল করে ফেলুন।

৪. অপ্রয়োজনীয় ফিচার বন্ধ করুন:

যে ফিচার গুলি আপনার দরকারে লাগছেনা, সেগুলি বন্ধ করে রাখুন।যেমন ধরুন আপনার ফোনের ওয়াইফাই, লোকেশন ,ব্লুটুথ এবং মোবাইল ডাটা – এগুলি যদি আপনার দরকার না থাকে তাহলে সেগুলি বন্ধ করে রাখাই ভাল ।এগুলো প্রচুর পরিমাণে ব্যাটারি নষ্ট করে এবং মোবাইল গরম হয়ে যায়।

৪. চার্জিং এর সময় কভার খুলে রাখুন:

মোবাইল চার্জ দেওয়ার সময় মোবাইল গরম হয় এবং সেই তাপ রিলিজ হওয়ার জায়গা না পাওয়ায় গরম আরও বাড়ে। এই জন্য মোবাইল চার্জে বসানোর সময় কভারটি খোলা রাখুন যাতে তাপটি খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে।

৫. সূর্যের আলো থেকে মোবাইল দূরে রাখুন:

মোবাইল ডিভাইস যদি সূর্যের আলোতে রাখেন, তাহলে এটি ওভার হিট হবার সম্ভাবনা থাকে এবং খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। এজন্য যতটা পারবেন মোবাইলকে সূর্যের আলোর থেকে দূরে রাখবেন। রোদের মধ্যে মোবাইল ব্যবহার করবেন না।

৬. চার্জে বসিয়ে মোবাইল ঘাটবেন না:

চার্জে বসানো অবস্থায় মোবাইল ব্যবহার করলে মোবাইল খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় ।এজন্য চার্জে বসানো অবস্থায় মোবাইল থেকে দূরে থাকুন।
এতে করে আপনার মোবাইল ঠান্ডা থাকবে এবং খুব তাড়াতাড়ি চার্জ হবে।

৭. মোবাইল আপডেটেড রাখুন:

আমাদের মোবাইলে সুস্থতার জন্য কোম্পানি প্রায় কিছু মাস অন্তর আপডেট প্রকাশ করে। আপনার মোবাইলটি সঠিক সময়ে আপডেট করুন এতে করে বিভিন্ন রকম সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন।

Scroll to Top