জগৎসভায় শ্রেষ্ঠ আসনের অধিকারী ভারত! অস্কারের মঞ্চে দেশের জয়জয়কার

আজ বড় আনন্দের দিন। আজ উল্লাসের দিন। আজ আবার প্রমাণিত হওয়ার দিন, ‘ভারত আবার জগৎসভায়, শ্রেষ্ঠ আসন লবে…’। অস্কারের মঞ্চে জয়জয়কার ভারতের। দুটি বিভাগে সেরার মুকুট পরিধান করল ভারতীয় চলচ্চিত্র জগৎ।

সোমবার লস এঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজিত হয়েছিল ৯৫ তম একাডেমী অ্যাওয়ার্ডের অনুষ্ঠান। সারা দুনিয়ার চোখ ছিল টিভির পর্দায়। কার মাথায় উঠবে সেরার মুকুট, অনেকদিন ধরেই তার দিন গুনছিলেন আপামর বিশ্ববাসী। ভারতবাসীদের উচাটনতাও কম ছিল না। কারণ এবারেও আন্তর্জাতিক এই সম্মানীয় পুরস্কারের মঞ্চে মনোনীত হয়েছিল ভারতীয় একাধিক ছবি। এমনকী বাঙালি পরিচালক শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ নামের একটি স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্রও ছিল অস্কারের মনোনীত তালিকায়। এই ছবি অস্কার না পেলেও, জিতেছে অগুনতি মানুষের মন। অবশেষে প্রতীক্ষার অবসান। ঘোষণা করা হয় অস্কার বিজয়ীদের নাম। অস্কার-জয়ী স্বল্প দৈর্ঘ্যের ছবি হিসেবে সেরার মুকুট পরিধান করেছে তামিল চলচ্চিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পার্স’। কার্তিকী গন্সালভেস পরিচালিত এই ছবিতে উঠে এসছে, দক্ষিণের এক টুকরো মধুমালাই জঙ্গলের নৈসর্গিকতার মায়াবী ছোঁয়া। রঘু নামের একটি অনাথ হস্তী শিশুকে, পরম সন্তান স্নেহে পালন করেন এক দম্পতি। তাঁদের একে অপরের প্রতি পারস্পরিকতা মনকে যেমন এক ভালো থাকার আবহে সামিল করেছে, তেমনই অপূর্ব সবুজে মোড়া প্রাকৃতিক চিত্রণ, মনকে বারবার মনে করিয়ে দিয়েছে, ‘কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা..’। ২০২২ সালের একেবারে শেষ দিকে, ডিসেম্বর নাগাদ ডিজিটাল মাধ্যম নেটফ্লিক্সে এই ছবি প্রদর্শিত হয়।

অপরদিকে গোল্ডেন গ্লোব বিজয়ী আর.আর.আর ছবির ‘নাটু নাটু’ গানটি আবার শ্রেষ্ঠ আসনের অধিকারী হল। সেরা মৌলিক সঙ্গীত হিসেবে গানটির সাফল্যের মুকুটে যোগ হল অস্কারের পালক। তাবড় তাবড় বিদেশী গায়ক গায়িকাদের সঙ্গে পাল্লা দিয়েও, শেষ রক্ষা পেল ভারতের সৃষ্টিই।

ভারতীয়দের জন্য আরও একটি গর্বের বিষয় এখনও বাকি রয়েছে উল্লেখ করতে। এ বছর অস্কারের মঞ্চে সঞ্চালক জিমি কিম্মেলের সঙ্গে উপস্থিত ছিলেন, ভারতের ‘মস্তানি’ দীপিকা পাডুকোন। তাঁর উজ্জ্বল উপস্থিতিও ভারতবাসীকে কম গর্বিত করেনি।

Scroll to Top