এখনকার দিন সোশ্যাল মিডিয়া সাইট গুলির মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ মিডিয়া হলো ইউটিউব। বিশ্বজুড়ে কয়েক কোটি মানুষ youtube ব্যবহার করে থাকেন। কয়েক কোটি মানুষের রয়েছে ইউটিউব চ্যানেল যেখান থেকে তারা প্রতিমাসে মোটা অংকের টাকা উপার্জন করছেন।
যেকোনো ধরনের ভিডিও খুঁজে পেতে অন্যতম একটি সার্চ ইঞ্জিন হলো ইউটিউব। এটি গুগলের অধীনস্ত একটি সংস্থা। ইউটিউব মূলত উপার্জন করে ভিডিওতে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে। আমরা যখন ইউটিউবে কোন ভিডিও দেখতে যাই, তখন ভিডিও চলাকালীন বা ভিডিও চলার শুরুতে একটি, দুটি বা তারও বেশি বিজ্ঞাপন আসে। সম্পূর্ণ বিজ্ঞাপন বা বিজ্ঞাপনের কিছুটা অংশ দেখার পরেই মূল ভিডিওটি দেখার সুযোগ মেলে।
এই কারণে অনেকে বিরক্ত হয়ে থাকেন। গুরুত্বপূর্ণ কোন ভিডিও দেখার আগে যদি লম্বা দৈর্ঘ্যের কোন বিজ্ঞাপন দেখতে হয় সে ক্ষেত্রে যে কোন মানুষেরই বিরক্ত হওয়ার কথা। এই সমস্যা থেকে মুক্তি পেতে youtube এরই ফিচার রয়েছে। এটি হলো ইউটিউব প্রিমিয়াম।
ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করলে আপনারা কোন রকম YouTube advertisement ছাড়াই ভিডিও দেখতে পারবেন। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে ইউটিউব ভিডিও চলাকালীন আপনারা অন্যান্য অ্যাপে কাজ করতে পারবেন।
YouTube premium subscription কিনতে গেলে বেশ মোটা অংকের টাকা খরচ করতে হয়। তবে আপনারা চাইলে কয়েক মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করতে পারেন।
ইউটিউব প্রিমিয়ার কেনার সময় 3 months free Trial একটি অফার আসে। এখানে আপনার ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে রেজিস্টার করতে হবে। তিন মাসের আগেই যদি আপনার সাবস্ক্রিপশন ক্যানসেল করে দেন তাহলে আপনার অতিরিক্ত কোনো টাকা কাটা হবে না। একই পদ্ধতিতে আপনারা অন্য একটি Gmail address দিয়েও একই রকম ভাবে অতিরিক্ত তিন মাস বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করতে পারবেন।
একটি মোবাইলে দুবারই উপলব্ধ রয়েছে এই সুবিধা। আপনারা যদি চান কোন রকম টাকা খরচ না হোক, তাহলে অবশ্যই সাবস্ক্রিপশন নেবার পরবর্তী তিন মাসের মধ্যেই সাবস্ক্রিপশন ক্যানসেল করে ফেলতে হবে। এভাবে আপনারা ছয় মাসের জন্য বিনামূল্যে YouTube premium ব্যবহার করতে পারবেন।