মোবাইলে ভাইরাসের আক্রমণ? কিভাবে রক্ষা করবেন আপনার ডিভাইসটিকে?

মোবাইল ফোনের স্বাস্থ্যর দিকে নজর দিতে গেলে প্রথমেই আপনাকে মোবাইল ফোনের ভাইরাস গুলির ব্যাপারে সচেতন হতে হবে। আজকাল আমাদের প্রায় প্রত্যেকের কাছে স্মার্টফোন রয়েছে। স্মার্টফোনের অন্যতম একটি সমস্যা হলো ভাইরাস এবং ম্যালওয়ার। একবার এইগুলি মোবাইল ফোনে ঢুকে গেলে মোবাইল ফোনের বিভিন্ন বিষয় ক্ষতিগ্রস্ত করে। এমনকি ফিজিক্যাল ড্যামেজ পর্যন্ত হতে পারে।

জেনে নিন আপনার মোবাইটিকে কিভাবে ভাইরাস এরা আক্রমণ থেকে বাঁচাবেন, তার কয়েকটি উপায়।

সফ্টওয়্যার আপ টু ডেট রাখুন:
সব সময় আপনার ফোনের অপারেটিং সিস্টেম এবং এন্ড্রয়েড ভার্সন হিসেবে লেটেস্ট ভার্সনটি ইউজ করুন। প্রায় প্রত্যেকটি আপডেটটেই নতুন কিছু ফিচার আনা হয় এবং নিরাপত্তা জনিত অনেক সেটিং থাকে। যেগুলি আপনার ডিভাইসকে ভাইরাস এবং ম্যালওয়্যারের হাত থেকে রক্ষা করে থাকে।

অ্যান্টিভাইরাস অ্যাপ ইনস্টল করুন:
মোবাইল ফোনে ভাইরাস ঢোকা আটকাতে আপনি প্রথমেই একটি এন্টিভাইরাস অ্যাপ ইন্সটল করতে পারেন। তবে যে কোন এন্টিভাইরাস এপ ইন্সটল করলে আপনার কাজ হবে না। বরঞ্চ হিতে বিপরীত হতে পারে। এইজন্য নির্ভরযোগ্য একটি ভালো এন্টিভাইরাস অ্যাপ ইন্সটল করে রাখুন মোবাইলে। এটি মোবাইলে থাকা ভাইরাসগুলিকে বাইরে বের করতে সাহায্য করবে এবং নতুন কোন ভাইরাস যাতে মোবাইলে না ঢোকে সেদিকে ও নজর রাখবে।

শুধুমাত্র Google Play বা Apple App Store ব্যবহার করুন:
অনেক সময় আমাদের বিভিন্ন রকম অ্যাপ এর দরকার পড়ে , যেগুলি আমরা গুগল এর বিভিন্ন ওয়েবসাইট থেকে ইচ্ছামত ডাউনলোড করে নিই। তবে আপনি জেনে অবাক হবেন যে ,এইভাবে কোন রকম অ্যাপ ডাউনলোড করলে সেই অ্যাপগুলোর মাধ্যমে আপনার ফোনে ভাইরাস বা ম্যালওয়ার ঢুকে যেতে পারে ।এই জন্য সব সময় কোন অ্যাপ ইন্সটল করতে হলে গুগল প্লে স্টোর বা আপেল স্টোর থেকে ডাউনলোড করুন।

শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন:
আপনার সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, গুগল ক্রোমে বিভিন্ন ওয়েবসাইটে ঢোকার সময় লগইন ইত্যাদি জায়গায় খুব শক্তিশালী কোন পাসওয়ার্ড ব্যবহার করুন, যেটি আপনি ছাড়া অন্য কারো পক্ষে অনুমান করা মুশকিল। এইভাবে আপনি হ্যাকারের হাত থেকেও সুরক্ষিত থাকবেন এবং ফোনে ভাইরাস এবং ম্যালওয়ার ঢোকার সুযোগ পাবে না।

পাবলিক ওয়াইফাই ব্যবহার করবেন না:
অনেক সময় আমরা কোন জায়গায় ঘুরতে গিয়ে দেখতে পাই যে ওয়াইফাই অ্যাভেলেবেল রয়েছে, এবং তাতে কোনো রকম পাসওয়ার্ড দরকার পড়ছে না এবং আমরা তাতে কানেক্ট করে ডাউনলোড করা শুরু করে দিই। তবে এইভাবে অজানা অচেনা কোন পাবলিক ওয়াইফাই এর সাথে মোবাইল কানেক্ট করলে সেই ওয়াইফাই এর মাধ্যমে আমাদের ফোনে ভাইরাস বা ম্যালওয়ার ঢুকে যেতে পারে এবং আমাদের ফোনের গোপন তথ্যও বাইরে চলে যেতে পারে আমাদের অজান্তেই।

Scroll to Top