হোয়াটসঅ্যাপের স্টেটাস আপডেট শেয়ার করতে পারবেন ফেসবুক স্টোরিতেও! কীভাবে?

ভারতের জনপ্রিয় সোশ্যাল মিডিয়াগুলির মধ্যে অন্যতম একটি মিডিয়া হল হোয়াটসঅ্যাপ।বর্তমানে ভারতের কয়েক কোটি গ্রাহক হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। মেসেজ, ভিডিও কল, ডকুমেন্ট পাঠানো, লোকেশন ট্র্যাক করা সহ একাধিক কাজে ব্যবহার করা হয় whatsapp। গ্রাহকদের মন পাওয়ার জন্য কিছুদিন অন্তরই নতুন নতুন ফিচার লঞ্চ করে থাকে whatsapp কোম্পানি।

এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চলেছে আরও একটি নতুন ফিচার। এবার থেকে আপনাদের whatsapp স্ট্যাটাস আপডেট সরাসরি শেয়ার করতে পারবেন ফেসবুক স্টোরিতেও। নতুন এই ফিচারে উপকৃত হতে চলেছেন কয়েক কোটি হোয়াটস্যাপ ব্যবহারকারী।

এখনো হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস আপডেট ফেসবুকে শেয়ার করা যায়। তবে তার জন্য বেশ কয়েকটি পদ্ধতি ফলো করতে হয়। যেমন প্রথমে আপনাকে স্ট্যাটাস লিস্টে যেতে হয়, তারপর ডানদিকে থ্রি ডট অপশনে ক্লিক করে ফেসবুক শেয়ার অপশনে ক্লিক করতে হয়, তারপরেই ফেসবুকে আপনাদের পোস্ট করা স্ট্যাটাসটি স্টোরি হিসেবে পোস্ট হয়।

এইভাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফেসবুক স্টোরিতে শেয়ার করার আরেকটি সুবিধা রয়েছে। এভাবে বেশ দীর্ঘ সময়ের ভিডিও ফেসবুকে শেয়ার করা যায়। তাছাড়া আলাদা করে ক্যাপশন লেখার প্রয়োজন পড়ে না। হোয়াটসঅ্যাপে লেখা ক্যাপশনটি সরাসরি ফেসবুকে শেয়ার হয়ে যায়।

তবে এবার থেকে আর এত কিছু ঝুঁকি পোহাতে হবে না। whatsapp কোম্পানির একটি ওয়েব ব্লগ থেকে জানানো হয়েছে যে l, এবার থেকে অটোমেটিক হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফেসবুক স্টোরি হিসেবে শেয়ার করা যাবে। তার জন্য গ্রাহকদের আলাদা করে কোন স্টেপ ফলো করতে হবে না। খুব শীঘ্রই গ্রাহকদের এই অসাধারণ ফিচারটি দিয়ে দেওয়া হবে এবং কিছুদিন পর থেকেই এই ফিচারটি ব্যবহার করতে পারবেন সমস্ত ব্যবহারকারীরা।

তবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফেসবুকে স্টোরি হিসেবে শেয়ার করা নিয়েই কাজ করছে না হোয়াটসঅ্যাপ কোম্পানি। পাশাপাশি আরো বেশ কয়েকটি ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপ কাজ করছে বলে জানা যাচ্ছে। হোয়াটসঅ্যাপে আসতে চলেছে আরো বেশ কয়েকটি ফিচার। সেগুলো নিয়ে পরবর্তী কোন পোস্টে বিশদে আলোচনা করা যাবে।

Scroll to Top